আজকাল ওয়েবডেস্ক: ২০০ প্যালেস্তিনীয় বন্দির পরিবর্তে তাদের কবজায় থাকা চার ইজরায়েলি মহিলা সেনাকে মুক্তি দিল হামাস। গাজায় যুদ্ধবিরতি চুক্তির মোতাবেক এই চারজনকে আন্তর্জাতিক রেড ক্রসের হাতে তুলে দেওয়া হয়েছে। হামাসের ডেরায় ৪৭৭ দিন বন্দি ছিলেন ইসরায়েলি মহিলা সেনা করিনা আরিয়েভ, ড্যানিয়েলা গিলবোয়া, নামা লেভি এবং লিরি আলবাগ।

২০২৩ সালের ৭ অক্টোবর, ইজরায়েলের উপর হামলার সময় গাজার সেনা ছাউনিতে ডিউটি করছিলেন এই মহিলা সেনারা। তখনই হামাস তাঁদের ধরে নিয়ে যায়।

গত ১৯ জানুয়ারি ইজরায়েল-হামাস বন্দি হস্তান্তর দিয়ে শুরু হয় যুদ্ধবন্দিদের প্রত্যপর্ণের পালা। এ দিন দ্বিতীয় দফায় হল সেই কাজ। শনিবার যেসব প্যালেস্তিনীয়দের মুক্তি দেওয়া হচ্ছে, তাদের মধ্যে হামাস, ইসলামিক জিহাদ এবং পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অফ প্যালেস্টাইন (পিএফএলপি) এর সদস্যরাও রয়েছেন। এঁদের কয়েকজন যাবজ্জীবন কারাদণ্ড-ও ভোগ করছেন।

এর আগে হামাস ৯০ জন প্যালেস্তানিয়ান বন্দির বিনিময়ে তিনজন ইজসরায়েলি নাগরিককে মুক্তি দিয়েছিল।

গত ১৫ মাসেরও বেশি সময় ধরে গাজায় রক্তক্ষয়ী সংঘর্ষ চলাচ্ছে প্যালেস্তাইন ও হামাস গোষ্ঠী। তবে, কাতার ও মিশরের নেতৃত্বে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সহায়তায় কয়েক মাস ধরে আলোচনার পর গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। এর আগে ২০২৩ সালের নভেম্বরে একটি স্বল্পকালীন যুদ্ধবিরতি হয়েছিল গাজায়।

গত রবিবার থেকে শুরু হওয়া যুদ্ধবিরতি চুক্তির শর্তাবলী অনুসারে, বন্দি বিনিময়ের পর ইজরায়েলি বাহিনী মধ্য-গাজার একটি গুরুত্বপূর্ণ এলাকা থেকে আংশিকভাবে সরে যাবে বলে আশা করা হচ্ছে, যার ফলে লক্ষ লক্ষ বাস্তুচ্যুত প্যালেস্তানীয় উত্তর-গাজায় নিজেদের বাড়িতে ফিরে যেতে পারবেন।