আজকাল ওয়েবডেস্ক: চমকে ভরা মরুদ্যান। হঠাৎ আবিষ্কার কয়েক হাজার বছর পুরনো আস্ত এক শহর। প্রত্নতাত্বিকরা চার হাজার বছরের পুরনো শহর আবিষ্কার করেছেন, যাতে স্পষ্ট যাযাবর জীবন থেকে শহুরে জীবনের যাবতীয় ধাপ। 

 

উত্তর পশ্চিম সৌদি আরবের একটি সুন্দর মরুদ্যান। তার ভেতরেই লুকিয়ে ছিল আল-নাতাহ। ফরাসি প্রত্নতত্ববিদ গুইলাম শার্লক্স এবং তাঁর দল এই গবেষণার কাজ করছিলেন। এই বছরের শুরুর দিকেই খোঁজ মেলে শহরের। আন্তর্জাতিক এক জার্নালে প্রকাশিত তথ্য অনুযায়ী, প্রায় দেড় কিলোমিটার লম্বা দেওয়ালও আবিষ্কার করা হয়েছে। এগুলি মূলত প্রাচীন বসতি এলাকার চারপাশে দেওয়া হয় থাকত বলেই মনে করা হচ্ছে।

 

মনে করা হচ্ছে, ব্রোঞ্জ যুগের প্রথম দিকে, আনুমানিক ২৪০০ খ্রিস্টপূর্বাব্দে ওই শহরে অন্তত ৫০০ মানুষ বসবাস করতেন। এই আবিষ্কার কেবল ওই অঞ্চলের তৎকালীন অর্থ সামাজিক পরিস্থিতির খোঁজ দেয় না, একই সঙ্গে সৌদির ওই অঞ্চলের নগরায়নের দিকের ঝোঁকের খোঁজ দেয়। সেখানে বাসস্থান সঠিক পরিকল্পনা মোতাবেক তৈরি হয়েছিল এবং এলাকা যুক্ত হয়েছিল ছোট ছোট স্ট্রিট জাতীয় রাস্তা দিয়ে। নগরায়নের সূচনার স্পষ্ট ছবি ওই কয়েকহাজার বছর পুরনো শহরে স্পষ্ট বলে মনে করছেন প্রত্নতাত্বিকরা।