আজকাল ওয়েবডেস্ক:‌ থাইল্যান্ডে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। ব্যাঙ্ককে চলন্ত ট্রেনের উপর সেতু তৈরির কাজে ব্যবহৃত ক্রেন ভেঙে পড়ায় অন্তত ২২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ট্রেন লাইনচ্যুত হওয়াতেই এতগুলি প্রাণ গেল। আহতের সংখ্যা অন্তত ৩০। জারি রয়েছে উদ্ধার কাজ। কীভাবে দুর্ঘটনা ঘটল তার তদন্ত শুরু হয়েছে। 


দুর্ঘটনাটি ঘটে বুধবার সকালে। জানা গেছে, রাজধানী ব্যাঙ্কক থেকে উত্তর–পূর্বে উবন রাতচাথানিতে যাচ্ছিল ট্রেনটি। সেই সময়ে এই দুর্ঘটনা ঘটে। নাখন রাতচাসিমা প্রদেশের পুলিশ প্রধান জানিয়েছেন, দুর্ঘটনায় কমপক্ষে ২২ জনের মৃত্যু হয়েছে। আহত আরও কমপক্ষে ৩০ জন।


ব্যাঙ্কক থেকে ২৩০ কিলোমিটার দূরে, বুধবার সকালে শিখিও জেলার নাখন রাতচাসিমা প্রদেশে দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে খবর, হাই স্পিড রেল প্রজেক্টের কাজ চলছিল। ক্রেনে করে রেললাইনের নির্মাণসামগ্রী সরানো হচ্ছিল, সেই সময়ে দুর্ঘটনা ঘটে। পাশ থেকে ট্রেনটি যখন যাচ্ছিল, তখনই ক্রেন ছিঁড়ে ট্রেনের কামরার উপরে পড়ে। একের পর এক কামরা লাইনচ্যুত হয়ে যায়। কয়েকটি কামরায় আগুনও ধরে যায়। যদিও দ্রুত সেই আগুন নেভানো হয়। উদ্ধার কাজ জারি রয়েছে। কামরার ভিতরে বহু যাত্রী আটকে রয়েছেন বলে খবর। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে অনুমান স্থানীয় পুলিশ–প্রশাসনের।


ট্রেন দুর্ঘটনার খবর পেতেই দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং উদ্ধারকারী দল। প্রথমেই ট্রেনে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে দমকলবাহিনী। আগুন নিয়ন্ত্রণে আনার পর শুরু হয় উদ্ধার কাজ। জানা গিয়েছে ওই ট্রেনে অন্তত ১৯৫ জন যাত্রী ছিলেন। লাইনচ্যুত হওয়া বগিগুলি থেকে যাত্রীদের বার করে আনার কাজ এখনও চলছে। আহত যাত্রীদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে স্থানান্তরিত করার কাজ চলছে। তবে কার গাফিলতিতে এই দুর্ঘটনা ঘটল, তা তদন্ত করে দেখা হবে জানিয়েছেন সেখানকার পরিবহণমন্ত্রী।

ঘটনাস্থলে পাঠানো হয়েছে অ্যাম্বুল্যান্স এবং চিকিৎসকদের দল। আহত এবং মৃতদের শনাক্ত করার কাজ চলছে। ওই ট্রেনের যাত্রিতালিকা খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ৪৮ হাজার কোটি ডলারের উচ্চগতির রেলপ্রকল্পের কাজ চলছে থাইল্যান্ডের উত্তর–পূর্ব প্রদেশে। সেই প্রকল্পের কাজে ক্রেনটি ব্যবহার করা হচ্ছিল। আর তা ভেঙে পড়াতেই ঘটে গেল বড়সড় দুর্ঘটনা।