আজকাল ওয়েবডেস্ক:‌ ঝাঁসি স্টেশনে আত্মহত্যা করলেন এক অজ্ঞাতপরিচয় যুবক। রেল সূত্রে জানা গেছে, শুক্রবার গোয়াগামী ট্রেনের ইঞ্জিনের উপরে ঝাঁপ দেন এক অজ্ঞাতপরিচয় যুবক। রেল সূত্রে খবর, ট্রেনটি ঝাঁসি স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে ঢুকছিল। আচমকাই প্ল্যাটফর্মের টিনের চালা থেকে ইঞ্জিনের উপরে ঝাঁপ দেন ওই যুবক। গোয়া এক্সপ্রেসের ওভারহেড তারের সংস্পর্শে আসায় আগুন ধরে যায় ওই যুবকের শরীরে। জ্বলতে থাকে যুবকের শরীর। 


চোখের সামনে এই ঘটনা দেখেই গোটা প্ল্যাটফর্মে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আরপিএফ কর্মীরা ট্রেনের ইঞ্জিনের উপরে জ্বলতে থাকা ওই যুবককে উদ্ধারের চেষ্টা করেন। ঘটনার জেরে ঝাঁসি স্টেশনে ট্রেনটি ৪৫ মিনিট দাঁড়িয়ে থাকে। ওভারহেড তারের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেহ উদ্ধার করা হয়। দেহ উদ্ধারের পর ফের ট্রেনটি ফের গন্তব্যের দিকে রওনা দেয়।


আরপিএফের তরফে জানানো হয়েছে, অঞ্জাতপরিচয় যুবকের নাম, পরিচয় জানা যায়নি। আনুমানিক বয়স ৪০–৪৫ এর মধ্যে। দেহ ময়নাতদন্তের জন্য পাঠায় আরপিএফ।