আজকাল ওয়েবডেস্ক: শেষ বয়সে মাকে দেখাশোনা করেছিলেন বড় ছেলে। তাই মায়ের মৃত্যুর পর বয়স্করা সেই ছেলের হাতেই মায়ের রুপোর চুড়ি এবং অন্যান্য গয়না তুলে দিয়েছিলেন। তা দেখে গোসা হয় ছোট ছেলের। মায়ের গয়না তাঁর চাই সেই দাবিতে চিতার উপরেই শুয়ে পড়লেন ওই ব্যক্তি। ঘটনাটির ভিডিও ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে।
গত ৩ মে জয়পুরের বিরাটনগরে ঘটনাটি ঘটেছে। এলাকার বাসিন্দা ৮০ বছর বয়সী ছিতের রেজের মারা যান ওই দিন। শেষকৃত্যের জন্য ওই মহিলার দেহ স্থানীয় শ্মশানে নিয়ে গিয়েছিলেন তাঁর ছেলেরা এবং আত্মীয়স্বজনরা মিলে। দেহ চিতায় তোলার আগেই ঝামেলার সূত্রপাত।
মরদেহ চিতায় তোলার আগে বাড়ির বয়স্করা ওই মহিলার বড় ছেলের হাতে মৃত মায়ের রুপোর চুড়ি এবং অন্যান্য গয়না তুলে দেন। কারণ, শেষ বয়সে মায়ে দেখাশোনা করেছিলেন বড় ছেলে গিরিধারী লাল। সেই দেখে রেগে লাল হয়ে যান ছোট ছেলে ওমপ্রকাশ। রাগের বশে সাজানো চিতার উপরেই শুয়ে পড়েন। এবং দাবি করতে থাকেন যতক্ষণ না তাঁকে রুপোর চুড়ি দেওয়া হবে ততক্ষণ তিনি শেষকৃত্য হতে দেবেন না।
