আজকাল ওয়েবডেস্ক: মুম্বইয়ে নৃশংস ঘটনা। প্রতিশোধের স্পৃহায় সমকামী সম্পর্কে থাকা এক নাবালককে খুন করল তার সঙ্গী! ঠান্ডা পানীয়ে বিষ মিশিয়ে খুন করা হয়েছে নাবালককে। পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে। নরম পানীয়ের বোতল, গ্লাস ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। সেই রিপোর্ট পাওয়ার পরেই খুনের কারণ নিশ্চিত করা বলা সম্ভব বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, অভিযোগপত্রে মৃত নাবালকের বাবা জানিয়েছেন, গত ২৯ জুন তাঁর ছেলে বাড়ি থেকে বেরিয়েছিল। কিন্তু, রাত গড়ালেও সে আর বাড়ি ফেরেনি। নানা জায়গায় খোঁজাখুঁজিতেও লাভ হয়নি। পরের দিন নাবালকের এক বন্ধু জানায় ওই নাবালক অভিযুক্তের বাড়িতে গিয়েছিল। সেই খবর পাওয়ার পরেই নিখোঁজ নাবাবলকের বাবা অভিযুক্তের বাড়ি যান।

ঘরে ঢুকে সকলে দেখেন বিছানায় নিথর অবস্থায় পড়ে রয়েছে ওই কিশোর, দেহের পাশে বসে আছেন অভিযুক্ত। খবর দেওয়া হয় চিকিৎসককে। তিনি এসে পরীক্ষা করে জানান, ওই নাবালকের (১৬) মৃত্যু হয়েছে। 

কী ভাবে মৃত্যু হল, তা নিশ্চিত করে বলতে পারেননি চিকিৎসক। তবে মৃত্যুর কারণ নিয়ে সন্দেহ হয় তাঁর। খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। মৃতের বাবার অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। 

অভিযোগ, অভিযুক্ত চার মাস আগে পরিবারকে কিছু না জানিয়েই ওই নাবালককে নাগপুরে নিয়ে গিয়েছিলেন। তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। সেই কথা জানতে পেরে নাবালকের পরিবার অভিযুক্তের সঙ্গে যোগাযোগ বন্ধ করতে বলে। পুলিশের অনুমান, সেই রাগেই বাড়িতে ডেকে পানীয়ে বিষ মিশিয়ে নাবালককে খুন করেছে অভিযুক্ত। পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে।

তদন্ত এগিয়ে নিয়ে ।েতে পুলিশ পরেন্সিক পরীক্ষার রিপোর্টের অপেক্ষা করছে।