আজকাল ওয়েবডেস্ক: আধার কার্ড হল এমন একটি শক্তি যা আপনাকে হঠাৎ করে আসা যেকোনও সমস্যা থেকে বাঁচাতে পারে। এটা অনেকেই জানেন না আধার কার্ড থেকে আপনি অতি দ্রুত পার্সোনাল লোন পেতে পারেন। আপনি যেকোনও সময় আধার কার্ড থেকে ২ হাজার টাকা লোন পেতে পারেন। সেই টাকা দিয়ে অতি দ্রুত নিজের দরকারি কাজটি সেরে ফেলতে পারেন।

 


হঠাৎ করে আসা বিপদ, শিক্ষা, ভ্রমণ বা স্বাস্থ্যখাতে হঠাৎ করে আপনার লোনের দরকার হতেই পারে। সেখানে একমাত্র সুরাহা দিতে পারে পার্সোনাল লোন। নিজের ১২ ডিজিটের আধার কার্ড থেকে আপনি পেতে পারেন দ্রুত পার্সোনাল লোন। এটি যেমন আপনার যেকোনও সরকারি পরিষেবা, ব্যাঙ্কিং পরিষেবাকে চালু রাখতে সাহায্য করে তেমনি পার্সোনাল লোন দিতেও সহায়তা করে থাকে।

 


আধার কার্ড থেকে লোন নেওয়ার আবেদন করলে দ্রুত সেটি পাওয়া যায়। কোনও সম্পত্তি গ্যারান্টি হিসাবে রাখতে হয় না। এই লোন আপনি দ্রুত ফেরত দিতেও পারেন। সামান্য কয়েকটি কাগজের নিয়ম মানলেই পেতে পারেন এই লোনটি।


আধার কার্ড থেকে ২ হাজার টাকা পার্সোনাল লোন পেতে হলে আপনাকে ভারতের বাসিন্দা হতে হবে। আপনার বয়স ২১ থেকে ৬৫ বছরের মধ্যে হতে হবে। আপনার আধার কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টের লিঙ্ক থাকতে হবে। আপনি যে কর্মরত ব্যক্তি তার প্রমাণ জমা দিতে হবে। 


আধারের ওয়েবসাইটে গিয়ে লগ ইন করতে হবে। নিজের আধার কার্ডের সমস্ত তথ্য আপলোড করতে হবে। লোনের জন্য আবেদন করতে হবে। লোনের টাকা সরাসরি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে যাবে। যদি আপনার ক্রেডিট স্কোর ভাল হয়ে থাকে তাহলে অতি দ্রুত লোন পাস হয়ে যাবে। 
নিজের আধার কার্ডকে যদি সঠিকভাবে কাজে লাগাতে পারেন তাহলে দ্রুত পেয়ে যাবেন পার্সোনাল লোন। সেখানে বাড়তি কোনও সমস্যা তৈরি হবে না। নিজের বুদ্ধিকে কাজে লাগিয়ে যদি সমস্ত নিয়ম মেনে চলতে পারেন তাহলে নিজের আধার কার্ড থেকে ২ হাজার টাকা লোন পাওয়া একেবারেই জলভাতের সমান।