আজকাল ওয়েবডেস্ক: মুম্বই মানেই গল্পের শহর। এখানকার প্রতিটি অলিতে গলিতে রয়েছে শুধুই গল্পের হাতছানি। এমনই এক গল্পের কথা এখন মুম্বইয়ের প্রতিটি মুখে। এযেন রূপকথার এক গল্প। ভরত জৈন। তাকে সকলে ভিখারি হিসাবেই জানেন। তবে তিনি হঠাৎ করে সকলকে তাক লাগিয়ে দিয়েছেন। বিশ্বের ধনী ভিখারির তালিকায় নাম তুলেছেন তিনি।

 

তিনি এমন একটি কাজ করেছেন যা প্রতিটি সাধারণ মানুষের স্বপ্ন থাকে। ভরতের বর্তমান সম্পত্তির পরিমান ৭.৫ কোটি টাকা। তিনি বিগত ৪০ বছর ধরে ভিক্ষাবৃত্তি করেছেন। ভিক্ষা করে তার দৈনিক আয়ের পরিমান ২ হাজার থেকে আড়াই হাজার টাকা। অর্থাৎ মাসে তার আয় ৬০ হাজার থেকে ৭৫ হাজার টাকা। প্রতিদিন অফিসের কাজের সময়ের মতোই তিনি ১০ থেকে ১২ ঘন্টা ধরে ভিক্ষাবৃত্তি করেন। তবে তার এই সম্পদের পরিমান দেখে সকলেই হতবাক।

 

ভরত ইতিমধ্যেই মুম্বইতে একটি ফ্ল্যাট কিনে ফেলেছেন। সেই ফ্ল্যাটের দাম ১ দশমিক ৪ কোটি টাকা। এছাড়া থানেতে ভরত দুটি দোকান ভাড়া করেছে সে। সেখান থেকে মাসে তার ৩০ হাজার টাকা আয় হয়। নিজের পরিবারের ভবিষ্যত এখান থেকে নিশ্চিত করেছে ভরত। অভাবের সংসার থেকে বেড়ে উঠেছে ভরত। তবে নিজের দুই ছেলেকে সে কনভেন্ট স্কুল থেকে পড়াশোনা করাচ্ছে।

 

তার বাড়ির লোক বর্তমানে তার ভিক্ষাবৃত্তিকে মেনে নিতে পারছেন না। তবে কারও কথা না শুনে নিজের কাজ করে চলেছে ভরত। এই কাজ করে আনন্দ লাভ করে সে বলেই জানিয়েছে। এখানেই শেষ নয়, ভিক্ষা করে যে টাকা রোজগার হয় সেখান থেকে একটি অংশ সে বিভিন্ন মন্দিরে দান করে। ভরতের এই উন্নতি ভারতের একটি বিশেষ শিল্পকে তুলে ধরেছে। তাই সকলের নজরে পড়ে গিয়েছে ভরত। বিশ্বের ধনী ভিখারির তকমা ইতিমধ্যেই পেয়েছে ভরত জৈন।