আজকাল ওয়েবডেস্ক: বিশ্বখ্যাত প্রকৃতি সংরক্ষণবিদ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্যোগে তৈরি প্রকল্প 'প্রজেক্ট চিতা'র গুরুত্বপূর্ণ সদস্য ভিনসেন্ট ভ্যান ডার মারউয়ের মৃতদেহ সৌদি আরবের রিয়াধে একটি অ্যাপার্টমেন্ট থেকে উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় পরিবেশ সংরক্ষণ সম্প্রদায়ে শোকের ছায়া নেমে এসেছে।

৪২ বছর বয়সী ভ্যান ডার মারউয়ে আফ্রিকা থেকে ভারতের কুনো ন্যাশনাল পার্কে চিতা নিয়ে আসার ক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করেছিলেন। রিপোর্ট অনুযায়ী, তাঁর মৃতদেহ অ্যাপার্টমেন্টের হলওয়েতে মাথায় আঘাত সহ পাওয়া গেছে। যদিও কর্মকর্তারা সন্দেহজনক কোনো পরিস্থিতি অস্বীকার করেছেন, ভ্যান ডার মারউয়ের পরিবার ফেসবুকে দাবি করেছে যে এটি দুর্ঘটনা ছিল না।

'দ্য মেটাপপুলেশন ইনিশিয়েটিভ'-এর প্রতিষ্ঠাতা হিসেবে ভ্যান ডার মারউয়ে কেবল এশিয়ায় নয়, আফ্রিকাতেও চিতা সংরক্ষণে সুপরিচিত। সাম্প্রতিক সময়ে তাঁর সংস্থা সৌদি আরব সরকারের সঙ্গে চিতা প্রবর্তনের পরিকল্পনায় কাজ করছিল, যার কারণেই তিনি রিয়াধে ছিলেন এবং সেখানেই তাঁর মৃতদেহ পাওয়া যায়।

প্রধানমন্ত্রী মোদীর 'প্রজেক্ট চিতা'-তে সরাসরি জড়িত বিশেষজ্ঞদের মধ্যে ভ্যান ডার মারউয়ে অন্যতম ছিলেন। তিনি দক্ষিণ আফ্রিকা এবং নামিবিয়া থেকে আনা চিতাগুলিকে ভারতের কুনো ন্যাশনাল পার্কে পরিবেশের সঙ্গে খাপ খাওয়ানোর দায়িত্বে ছিলেন। প্রকল্পের বিভিন্ন চ্যালেঞ্জ এবং আইনগত বাধা সত্ত্বেও, তিনি এই উদ্যোগের প্রতি অগাধ বিশ্বাস প্রকাশ করেছিলেন।

এই মর্মান্তিক ঘটনার পর প্রকৃতি সংরক্ষণ মহলে শোকের ছায়া নেমে এসেছে।