আজকাল ওয়েবডেস্ক: কারখানায় কাজে গিয়েই মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ গেল এক শ্রমিকের। হঠাৎ চলতে শুরু করেছিল একটি লরি। সেই লরিই পিষে দিল এক বয়স্ক শ্রমিককে। নিমেষের মধ্যে ঘটে যাওয়া দুর্ঘটনায় রীতিমতো শিউরে ওঠেন সকলে। 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, দুর্ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর অরণিতে। পুলিশ জানিয়েছে, ঘটনাটি ঘটেছে ৩০ ডিসেম্বর। কারখানায় সেই সময় দু'জন শ্রমিক ছিলেন। সামনেই ছিল একটি ট্রাক, একটি লরি। একজন শ্রমিককে কয়েকটি জিনিস দিয়েই কারখানার দরজা বন্ধ করেন ওই বয়স্ক শ্রমিক। 

লরির সামনে থেকে দরজা ঠেলে কারখানাটি বন্ধ করে দেন। ঠিক তখনই লরিটি চলতে শুরু করে। বিষয়টি কয়েক সেকেন্ডের মধ্যেই টের পান বাইরে দাঁড়িয়ে থাকা বাকি শ্রমিকরা। এমনকী বয়স্ক শ্রমিকও টের পেয়েছিলেন। তিনি খালি হাতে লরিটি থামানোর চেষ্টা করেন। কিন্তু সেই চেষ্টা বিফলে যায়। 

ক্রমেই লরিটি ট্রাকের দিকে এগিয়ে আসে। পিছনে দাঁড়িয়ে থাকা ট্রাক ও লরির মাঝে পড়ে পিষ্ট হয়েই বয়স্ক শ্রমিকের মৃত্যু হয় ঘটনাস্থলে। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে গেলেও, চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। 

গত ডিসেম্বর মাসেই আরেকটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছিল। শীতের দুপুরে বাড়ির উঠোনে বসে রোদ পোহাচ্ছিলেন এক বৃদ্ধ। আচমকাই মর্মান্তিক পরিণতি হয় তাঁর। বৃদ্ধের উপরেই উল্টে পড়ে নুড়ি বোঝাই ট্রাক। বাড়ির উঠোনেই ট্রাক চাপা পড়ে মৃত্যুর কোলে ঢোলে পড়েন ওই বৃদ্ধ। 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছিল মধ্যপ্রদেশে। পুলিশ জানিয়েছে, ঘটনাটি ঘটেছিল গোয়ালিয়রে। ৯০ বছর বয়সি মৃত বৃদ্ধের নাম, গিররাজ শর্মা। তিনি তাঁর নাতি সতীশ শর্মা নামের যুবকের বাড়িতেই থাকতেন। ঘটনাটি ঘটেছিল গত শুক্রবার। যা সিসিটিভিতেও ধরা পড়ে। 

জানা গেছে, শুক্রবার দুপুরে বাড়ির উঠোনে বসে রোদ পোহাচ্ছিলেন ওই বৃদ্ধ। একাই ছিলেন সেই সময়। আচমকা বাড়ির ঠিক বাইরে নুড়ি বোঝাই একটি ট্রাক এসে দাঁড়ায়। অদূরে একটি নির্মীয়মাণ বাড়ির জন্য নুড়িগুলি আনা হয়েছিল। আচমকাই ওই রাস্তায় গর্তে ট্রাকের একটি চাকা আটকে যায়। নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি নুড়ি-সহ উল্টে পড়ে বৃদ্ধের উপর। ঘটনাস্থলে মৃত্যু হয় বৃদ্ধের। 

দুর্ঘটনার পরেই ট্রাকের চালক পালিয়ে যান। স্থানীয়রা ও বাড়ির সদস্যরা তড়িঘড়ি করে বৃদ্ধকে উদ্ধারের চেষ্টা করেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বৃদ্ধকে উদ্ধার করে। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পাশাপাশি ট্রাকটিও হেফাজতে নিয়েছে পুলিশ। পলাতক ট্রাক চালকের খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছে তারা। 

প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, ওই রাস্তায় গত কয়েকদিন ধরেই জলের পাইপলাইন রাখা ছিল। যার কারণে মাটিও নরম ছিল। সেই কারণেই ট্রাকটি নিয়ন্ত্রণ হারাতে পারে। ঘটনাটি ঘিরে তদন্ত চলছে।