আজকাল ওয়েবডেস্ক: আচমকাই প্রসববেদনা। ট্রেনেই প্রসব করতে হল এক মহিলাকে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দিল্লির আনন্দ বিহার স্টেশনে। দায়িত্ব থাকা রেল আধিকারিক ও এক যাত্রীর সাহায্যে ওই মহিলা প্রসব করেছিলেন। অবশেষে মহিলা জন্ম দেন এক ফুটফুটে কন্যা সন্তানের।
ওই সময়ে দায়িত্বে থাকা আরপিএফ নবীন কুমারী সংবাদমাধ্যমকে জানান , ঘটনার খবর পাওয়া মাত্রই অ্যাম্বুলেন্স ডাকেন তিনি। অ্যাম্বুলেন্স পৌঁছানোর আগেই প্রসব বেদনা বেড়ে যাওয়ায় ওই মহিলাকে ট্রেনেই প্রসব করতে হয়। এরপর অ্যাম্বুলেন্স এলে তাঁকে তড়িঘড়ি হাসপাতাল পাঠানো হয়।
পুলিশসূত্রে খবর , মা বাচ্চা দুজনেই এখন সুস্থ। মহিলা বিহারের সমস্তিপুরের বাসিন্দা। দিল্লিতে এসে এই পরিস্থিতির শিকার হন তিনি।
আরও এক রেল অধিকারীক শৈলেন্দ্র কুমার জানান , "আনন্দ বিহার থেকে সহর্সাগামী একটি ট্রেন থেকে মহিলার প্রসব বেদনার খবর পান তাঁরা। এরপর মহিলা সাব-ইন্সপেক্টর এবং অন্যান্য রেল কর্মীদের সঙ্গে নিয়ে তিনি ঘটনাস্থলে পৌঁছান তিনি। এরপর ট্রেনের এক যাত্রী সহায়তায় মহিলাকে প্রসব করানো হয়।তারপর অ্যাম্বুলেন্স এসে পৌঁছালে সন্তান এবং মাকে হাসপাতালে পাঠানো হয়। তিনি আরও বলেন মা এবং সন্তান উভয়ই এখন সুস্থ।
