আজকাল ওয়েবডেস্ক: মহাকুম্ভের জনস্রোতের মাঝে দাঁড়িয়ে মেকআপ করছেন স্ত্রী। তাঁকে সাহায্য করছেন স্বামী। এক হাতে ধরে রয়েছেন আয়না। অন্য হাতে মেকআপের সামগ্রী। দম্পতির এহেন কীর্তিতে রীতিমতো শোরগোল পড়ল সোশ্যাল মিডিয়ায়। বিশেষত যুবকের ধৈর্য্যের প্রশংসা করলেন নেটিজেনরা।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, সম্প্রতি ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের প্রয়াগরাজের মহাকুম্ভের মেলায়। শাহী স্নান সারতে রোজ যেখানে লক্ষাধিক মানুষের ভিড় উপচে পড়ছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে মহাকুম্ভের একাধিক ভিডিও। সাধুদের কীর্তি থেকে শুরু করে সাধারণ মানুষের নানা কাণ্ড খবরের শিরোনামে আসছে রোজ। তেমনই একটি ভিডিও ঘিরে জোর চর্চা সমাজমাধ্যমে।
ভিডিওতে দেখা গেছে, মহাকুম্ভের মেলায় দাঁড়িয়ে সাজগোজে ব্যস্ত এক যুবতী। কখনও চুল বাঁধছেন, কখনও বা কাজল পরছেন, কখনও আবার লিপস্টিক পরছেন। তাঁর পাশেই ধৈর্য্য ধরে দাঁড়িয়ে সাহায্য করছেন স্বামী। এক হাতে আয়না ধরে রয়েছেন। অন্য হাতে রয়েছে স্ত্রীর সাজগোজের সামগ্রী। বিন্দুমাত্র বিরক্তি প্রকাশ করেননি। বরং হাসিমুখেই স্ত্রীর মুখের দিকে তাকিয়ে রয়েছেন তিনি।
ভিডিওটি ছড়িয়ে পড়তেই নেটিজেনরাও নানা মন্তব্য করেছেন। একজন লিখেছেন, 'দাম্পত্যের এমন নজির বিরল। স্ত্রীর সাজগোজের ক্ষেত্রে স্বামীদের বিরক্তিই বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায়। নিশ্চয়ই উনি স্ত্রীকে খুব ভালবাসেন।' আবার একজন লিখেছেন, 'উনিও নিশ্চয় ভয়েই স্ত্রীকে সাহায্য করছেন। সাজগোজে সাহায্য না করলে, তীব্র অশান্তি হতই।'
