আজকাল ওয়েবডেস্ক: বিয়ের শুভ কাজে মেহেন্দি পড়ার চল দীর্ঘ দিনের। কিন্তু দাম্পত্য ভাঙলেও এখন তা জানানো হচ্ছে হাতেই মেহেন্দি পড়ে। নতুন এই প্রবণতা বহু মানুষকে অবাক করেছে। সম্প্রতি একজন মহিলা হাতে মেহেন্দি পড়ে নিজের দাম্পত্য জীবনের গভীর বেদনা ও লড়াইয়ের কথা বর্ণনা করেছেন, যা শেষ পর্যন্ত বিবাহবিচ্ছেদে পরিণত হয়। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল তা। সেই ভিডিও হাজার হাজার মানুষের হৃদয় স্পর্শ করেছে।

ভিডিওতে দেখা যাচ্ছে, একজন মহিলা মেহেন্দির মাধ্যমে নিজের হাতে তাঁর বিয়ের বিচ্ছেদের কথা তুলে ধরেছেন। লিখেছেন, "অবশেষে বিচ্ছেদ"৷ হাতের তালু থেকে কুনুই পর্যন্ত বেশ কয়েকটি নকশায় মেহেন্দির মাধ্যমে মহিলার বৈবাহিক জীবনের কঠোর বাস্তবতাকে ফুটিয়ে তোলা হয়েছে। 

শ্বশুর বাড়িতে ওই মহিলার সঙ্গে চাকরের মতো আচরণ করা হত, যা সমর্থন করতেন স্বামী। মেহেন্দির নকশা মহিলার মানসিক যন্ত্রণাকে তুলে ধরেছে। সেই যন্ত্রণাই ক্রমশ তাঁকে বিচ্ছেদের পথে এগিয়ে দিয়েছে। বিচ্ছেদের মেহেন্দি গভীর আবেগকে ফুটিয়ে তোলে। 

মেহেন্দির মাধ্যমে বিবাহ বিচ্ছিন্না মহিলা স্পষ্টভাবে চিত্রিত করেছেন যে, কীভাবে তাঁর সঙ্গে অন্যায় আচরণ করা হয়েছিল। চেয়েও তিনি স্বামীর সমর্থন জোটাতে পারেননি। ক্রমশ একাকিত্বে ভুগছিলেন তিনি। ক্রমাগত তর্ক-বিতর্ক এবং মানসিক যন্ত্রণাসমুহ হাতের মেহেন্দি নকশায় স্থান পেয়েছে।

 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Urvashi Vora Sharma (@urvashis_mehandi_and_makeover)