আজকাল ওয়েবডেস্কঃ বৌমাকে দিয়ে রান্না করাতে মরিয়া শ্বশুরবাড়ির লোকেরা। সেইজন্যই অফিস থেকে গোটা দিনের জন্য ছুটি নিতে চাপ দেওয়া হয় মহিলাকে। এরপরে ওই মহিলা তাঁর সঙ্গে হওয়া গোটা ঘটনা সমাজমাধ্যমে পোস্ট করলে তা নিমিষে ভাইরাল হয়ে যায় । মিশ্র প্রতিক্রিয়া এসেছে কমেন্ট বক্সে। এমনকি মহিলাকে নানা রকমের পরামর্শও দিয়েছে  নেটিজেনরা। 
 
এই অদ্ভুত ঘটনা সমাজমাধ্যমে ভাইরাল  হয়েছে । এই কর্মরত এক মহিলা অফিসে সারাদিন কাজে যুক্ত থাকেন। হাতে সময় কম হওয়ায় বাড়িতে একদমই রান্না করতে পারেন না তিনি। বাড়ির রান্না সারতে পরিচারিকাই তাঁর একমাত্র ভরসা। কিন্তু শ্বশুরবাড়ির লোকেরা বউমার হাতের রান্না খাবে বলে বেঁকে বসেন । এমন কী রান্নার লোককে একদিনের জন্য ছুটি দেওয়ার পরামর্শও দেন মহিলার শ্বশুর। শ্বশুরের এই প্রস্তাবের উত্তরে তিনি সরাসরি না বলে, নিজের  ঘরে চলে যান ।

এরপর গোটা ঘটনা জানিয়ে মহিলা তাঁর পোস্টে প্রশ্ন করেন যে শ্বশুরবাড়ির প্রতি তাঁর এই আচরণ কি অতিরিক্ত খারাপ ছিল ? উত্তরে কমেন্টে সমাজমাধ্যম ব্যবহারকারীরা তাঁকে নানা পরামর্শ দিয়েছেন । অনেকেই মহিলাকে সমর্থন করে তাঁর পাশে দাঁড়িয়েছেন । কেউ কেউ আবার মহিলার শ্বশুর বাড়ির লোকদের আচরণ নিয়ে পাল্টা প্রশ্ন তুলেছেন ।