আজকাল ওয়েবডেস্কঃ বিয়ে করলেই রেহাই নেই! পড়তে পারেন বড় বিপদে। রিল ভিডিওতে এমনই বার্তা এক মহিলার। ইতিমধ্যেই সেই  ভিডিওটি নেটিদুনিয়ায় ভাইরাল। 

বিয়ে করে নাজেহাল ওই মহিলা। সংসারের কাজ সারতে সারতে দিন-রাত এক হয়ে যাচ্ছে তাঁর। সংসার সামলাতে রীতিমতো কোমর বেঁধে  নামতে হয়েছে তাঁকে। তাতেই  তিনি ক্ষোভ উগড়ে দিলেন সমাজমাধ্যমে। কী বললেন তিনি? জানেন?

অনেকেরই বিয়ের শখ থাকে। শখপূরণ করতেই বিভিন্ন পূর্ব পরিকল্পনা করে রাখেন তাঁরা। সকলের সেই ইচ্ছেতেই যেন জল ঢেলে দিলেন ওই  মহিলা। কপালে সিঁদুর, গলায় মঙ্গলসুত্র দেখে স্পষ্ট যে তিনি বিবাহিতা।

ভিডিওতে রান্নার কাজ করতে করতে ওই মহিলা দর্শকদের বিয়ে না করার পরামর্শ দিয়ে  বলেন, "যারা বিয়ে করতে আধির আগ্রহী, তাঁরা শুধু একবার বিয়ে করুণ, তারপরেই বুঝবেন বিয়ের আসল  ঠেলা।"

ইতিমধ্যেই এই ভিডিওটি লক্ষ লক্ষ মানুষ দেখেছেন। নেটিজেনদের প্রতিক্রিয়ায় ভরে গিয়েছে কমেন্টবক্স।