আজকাল ওয়েবডেস্ক: স্টেশনে পড়ে রয়েছে বিরাট সুটকেস। ব্যাগটি নিয়ে স্টেশনে এসেছিলেন বাবা-মেয়ে। স্টেশনে রেখেই পালিয়ে যান তাঁরা। তাতেই সন্দেহ হয় বাকি যাত্রীদের। এরপরই খবর দেন পুলিশে। ঘটনাস্থলে পৌঁছে সুটকেসটি নিয়ে যাওয়ার চেষ্টা করে তারা। কিন্তু এতটাই ভারী সেটি, তাতেই সন্দেহ দানা বাঁধে। শেষমেশ সুটকেসের চেন খুলতেই চক্ষু চড়কগাছ সকলের। স্টেশনে পরে থাকা সুটকেস থেকে উদ্ধার হল মাঝবয়সি এক মহিলার মৃতদেহ। 

 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর চেন্নাইয়ে। প্রত্যন্ত এলাকার মিঞ্জুর রেলস্টেশনে সুটকেস থেকে মহিলার দেহ উদ্ধার করেছে পুলিশ। সুটকেসের মধ্যে প্লাস্টিকে মোড়ানো ছিল মৃতদেহটি। যার জেরে প্রাথমিকভাবে কোনও গন্ধ বের হয়নি। 

 

পুলিশ জানিয়েছে, সোমবার রাতে স্টেশনে সুটকেসটি নিয়ে এসেছিলেন বালাসুব্রহ্মণ্যম ও তাঁর মেয়ে। আচমকা সুটকেসটি রেখেই তাঁরা চলে যান। বিষয়টি চোখে পড়ে স্টেশনে থাকা বাকি যাত্রীদের। তাঁরা এরপর খবর দেন রেলপুলিশে। ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। খুঁজে বের করা হয় বালাসুব্রহ্মণ্যমকে। এরপর সকলের সামনেই সুটকেসটি খুলতে বলা হয় তাঁকে। সুটকেস খুলতেই মহিলার মৃতদেহ দেখতে পায় পুলিশ। 

 

দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। মহিলার শরীরে আঘাতের চিহ্ন ছিল। পুলিশের অনুমান, মহিলাকে খুন করে সুটকেসবন্দি করে রেলস্টেশনে ফেলে রেখে পালিয়ে যাওয়ার ছক কষেছিল দোষীরা। এই ঘটনায় বালাসুব্রহ্মণ্যম ও তাঁর মেয়েকে আটক করেছে পুলিশ। মহিলা সম্পর্কে তাঁদের কে ছিলেন, কেন দেহটি সুটকেসবন্দি করে স্টেশনে ফেলে তাঁরা পালিয়ে যাচ্ছিলেন, সবটা খতিয়ে দেখছে পুলিশ।