আজকাল ওয়েবডেস্ক: আবারও বিবাহবহির্ভূত সম্পর্ক ঘিরে অশান্তি। আর তার জেরে নৃশংস হত্যাকাণ্ড। প্রেমিকের সঙ্গে ফোনে কথা বলায় ঝামেলা করেছিলেন স্বামী। যোগাযোগ করতেও নিষেধ করেছিলেন। রাগের মাথায় শেষমেশ স্বামীকে খুন করল স্ত্রী। ইতিমধ্যেই পুলিশ তাকে গ্রেপ্তার করেছে‌। 

 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছিল ২৩ জুন, হায়দরাবাদে। পুলিশ জানিয়েছে, মৃত ব্যক্তির নাম কাম্পিলি আঞ্জিলাপ্পা। ১০ বছর আগে রাধার সঙ্গে বিয়ে হয়েছিল তাঁর। তাঁদের দুই সন্তান রয়েছে। নারায়ণপেটের বাসিন্দা ছিলেন তাঁরা। দু'মাস আগে মুম্বইয়ে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করতে যায় দম্পতি। 

 

মুম্বইয়ে কাজে গিয়ে এক যুবকের সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ে রাধা। দিনরাত তাঁর সঙ্গেই ফোনে কথা হত। বিষয়টি নজরে পড়তেই কাম্পিলি অশান্তি করেন। এরপর রাধার কথা মতো হায়দরাবাদের বাচুপল্লিতে গিয়ে থাকতে শুরু করে দম্পতি। ঘটনার দিন রাতে মদ্যপ অবস্থায় বাড়ি ফিরেছিলেন যুবক। ঘরে ঢুকেই দেখেন রাধা ফোনে কথা বলছেন। 

 

জানতে পারেন, সেই যুবকের সঙ্গে এখনও যোগাযোগ রেখেছে রাধা। সেই রাতেও ফের অশান্তি হয়। ঝামেলার পর মত্ত অবস্থায় তাড়াতাড়িই ঘুমাতে চলে যান। তাঁর পাশেই শুয়েছিল রাধা। হঠাৎ শ্বাসরোধ করে কাম্পিলিকে খুন করে। এরপর পাশের ঘরে শুতে চলে যায়। পরেরদিন সকালে স্বামীর ঘরে ঢুকে চিৎকার করে প্রতিবেশীদের ডেকে আনে। যাতে কারও সন্দেহ না হয়। 

 

ঘটনার তদন্ত শুরু করে রাধাকে দীর্ঘ জিজ্ঞাসাবাদ করে পুলিশ। জেরায় অবশেষে খুনের ঘটনাটি সে স্বীকার করে নিয়েছে। ঘটনার তদন্ত এখনও জারি রয়েছে।