আজকাল ওয়েবডেস্ক: গাজিয়াবাদের ইন্দিরাপুরমে ফের এক ভয়াবহ কুকুরের আক্রমণের ঘটনা ঘটেছে। সম্প্রতি সারা দেশজুড়ে কুকুর কামড়ানো নিয়ে চলমান বিতর্কের মাঝে এই নতুন ঘটনা জন সাধারণের মধ্যে আরও আতঙ্ক ছড়িয়েছে। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, মঙ্গলবার সন্ধ্যাবেলায় এক মহিলা লিফটের সামনে দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন। এমন সময় আচমকা একটি পোষা কুকুর অন্য একটি লিফট থেকে বেরিয়ে এসে ওই মহিলার ওপর ঝাঁপিয়ে পড়ে। তাঁর পায়ে কামড় বসায়।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটে কুকুরের মালিকের সামনেই। তবে কুকুরটির গলায় কোনও লীশ ছিল না। কামড়ানোর পর কুকুরটি মালিকের সঙ্গে আবার লিফটে ঢুকে যায়। আক্রান্ত মহিলা লাফিয়ে লাফিয়ে লবিতে দাঁড়িয়ে কাঁদছিলেন এবং তার হাঁটার মধ্যেই ব্যথার ছাপ স্পষ্ট ছিল। পায়ের আঘাতে তিনি অত্যন্ত কষ্ট পাচ্ছিলেন। এহেন পরিস্থিতিতেও সহবাসীরা তাঁকে সাহায্য করতে আসেননি। এমনটাও ফুটেজে ধরা পড়েছে।
এই ঘটনার পাশাপাশি আরও একটি ভয়ঙ্কর কুকুরের আক্রমণের খবর এসেছে রাজস্থানের উদয়পুর থেকে। সেখানে একটি পাঁচ বছর বয়সী শিশুকে তিনটি পথ কুকুর (ভবঘুরে কুকুর) একত্রে আক্রমণ করে। শিশুটির বাবা দিনেশ সাহু জানিয়েছেন, তাঁর ছেলে বাড়ির সামনেই খেলছিল। ঠিক সেই সময়ে কুকুরগুলো এসে ছেলেকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এরপর তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানে তাকে অ্যান্টিবায়োটিক ইনজেকশন দেওয়া হয়।
দিনেশ সাহু ক্ষোভ প্রকাশ করে বলেন, 'আজকে শিশুরা এত ভয় পেয়ে গেছে যে তারা বাইরে খেলতে তো দূরের কথা, স্কুলেও যেতে চাইছে না। সুপ্রিম কোর্ট যেভাবে আদেশ দিয়েছে যে সমস্ত স্ট্রে কুকুরকে শেল্টারে রাখা উচিৎ, আমি সেটাকেই সমর্থন করি। যারা এই আদেশের বিরুদ্ধে প্রতিবাদ করছেন, তাঁদের এসব ভিডিও দেখানো উচিৎ যাতে তাঁরা বুঝতে পারে আসল বাস্তবতা। আজ আমার ছেলে ভাগ্যক্রমে বেঁচে গেছে, কিন্তু সে মারা যেতে পারত।'
সম্প্রতি এই দুটি ঘটনার পর জনসাধারণের মধ্যে পোষ্য ও ভবঘুরে কুকুর নিয়ে নিরাপত্তা সংশ্লিষ্ট উদ্বেগ আরও বেড়ে গিয়েছে। সরকার এবং স্থানীয় প্রশাসনের কাছে কুকুর নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি আবারও জোরালো হয়ে উঠেছে।
আরও পড়ুনঃ মাদকের নেশা খুঁজতে গিয়ে 'শরীরের নেশায়' বুঁদ পুলিশ! বিস্ফোরক ঘটনায় হইচই বেঙ্গালুরুতে...
প্রসঙ্গত, উত্তর প্রদেশের গাজিয়াবাদে এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে৷ ঘটনায় প্রাণ হারিয়েছেন এক মহিলা সাব-ইনস্পেক্টর। সোমবার দুপুর প্রায় ২ টোর সময় এই দুর্ঘটনা ঘটে। খবর পাওয়া সূত্র অনুযায়ী জানা গিয়েছে, নিহত সাব-ইনস্পেক্টরের নাম ঋচা সচান। তাঁর বয়স মাত্র ২৫ বছর। ঘটনা ঘিরে তোলপাড় রাজ্য।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছেছে, মহিলা সাব ইন্সপেক্টর কাবি নগর থানায় ডিউটি শেষ করে বাইকে করে বাড়ি ফিরছিলেন। পথে আচমকা একটি কুকুরের সঙ্গে ধাক্কা লাগলে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে যান। ঠিক সেই সময় পিছন দিক থেকে আসা একটি বেপরোয়া গাড়ি তাঁকে পিষে দেয়।
আরও পড়ুনঃ জলস্তর আবারও বিপদসীমা ছাড়াল যমুনার, মুখ্যমন্ত্রীর আশ্বাসের পরও জল ঢুকেছে ঘরে ঘরে
কাবি নগরের অতিরিক্ত পুলিশ কমিশনার ভাস্কর ভার্মা সংবাদমাধ্যমে জানিয়েছেন, আচমকা বাইকটি একটি কুকুরকে ধাক্কা দিলে ঋচা রাস্তায় পড়ে যান। এমন সময়ে পেছন থেকে আসা গাড়িটি তাঁকে চাপা দিয়ে দ্রুত গতিতে বেরিয়ে যায়। সূত্রে জানা গিয়েছে, দু্র্ঘটনার সময় তিনি হেলমেট পরা অবস্থায় ছিলেন। তবুও আঘাত এতটাই গুরুতর ছিল যে তৎক্ষণাৎ তাঁকে স্থানীয় সারবোদয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।
