আজকাল ওয়েবডেস্ক: হাসপাতালে যাওয়ার পথেই একসঙ্গে মৃত্যু হল দুই সদ্যোজাত সন্তান-সহ মায়ের। ঘটনার ঠিক আগেরদিন তরুণী দুই সদ্যোজাতর জন্ম দেন। শারীরিক অবস্থার অবনতি হতেই তিনজনকে একসঙ্গে অ্যাম্বুল্যান্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল। মৃত তরুণীর স্বামীর অভিযোগ, অ্যাম্বুল্যান্সে অক্সিজেন না থাকার কারণেই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ের কোরবা জেলায়। ২০ বছর বয়সি কান্তি রাথিয়া অঙ্গনওয়াড়ি কর্মী ছিলেন। পুলিশ জানিয়েছে, যোগীপালি গ্রামে নিজের বাড়িতেই দুই সন্তানের জন্ম দেন কান্তি। সাত মাসের মাথায় সন্তান প্রসব করেন তিনি। জন্মের পরেই দুই সদ্যোজাত দুর্বল ছিল। এরপরই কান্তির স্বামী তিনজনকে নিয়ে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। শারীরিক অবস্থার অবনতি হতেই এরপর তাঁদের কোরবা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করার নির্দেশ দেওয়া হয়।
মৃত তরুণীর স্বামীর অভিযোগ, কোরবা হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই অ্যাম্বুল্যান্সে কান্তি ও দুই সদ্যোজাত সন্তানের মৃত্যু হয়েছে। কারণ অ্যাম্বুল্যান্সের মধ্যে পর্যাপ্ত অক্সিজেন ছিল না। অ্যাম্বুল্যান্সের মধ্যে অক্সিজেনের অভাবে একসঙ্গে দুই সদ্যোজাতের সঙ্গে মায়ের মৃত্যু হয়েছে। ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কোরবা হাসপাতালের তরফে অভিযোগ অস্বীকার করা হয়েছে। মৃত তরুণীর পরিবারকে জেরা করে তদন্ত চালাচ্ছে পুলিশ।
