আজকাল ওয়েবডেস্ক: পরিবারের অমতে প্রেম। শেষমেশ ১৫ বছর বয়সি মেয়েকে কুড়ুল দিয়ে কুপিয়ে খুন করল মা। এই ঘটনার প্রায় একমাস পর অভিযুক্ত মহিলাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে গত ২ অক্টোবর। উত্তরপ্রদেশের কৌশম্বি জেলায়। ধৃত মহিলার নাম শিবপতি। কৌশম্বি জেলার তেজবাপুর গ্রামের বাসিন্দা সে। গত ১৪ অক্টোবর মানঝানপুর থানায় গিয়ে শিবপতি মেয়ের অপহরণের অভিযোগে দায়ের করে। পুলিশকে জানায়, ২ অক্টোবর তার মেয়ে মাঠে কাজ করতে গিয়েছিল। তারপর থেকে আর বাড়িতে ফেরেনি। এই অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে তদন্ত শুরু করে পুলিশ।
গত ২৬ অক্টোবর তদন্ত চলাকালীন গ্রামবাসীরা পুলিশকে জানায়, তেজবাপুর গ্রামের পাশের এক মাঠের ধারে একটি কুয়োয় এক কিশোরীর মৃতদেহ দেখতে পাওয়া গেছে। সেই দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ। দেহটি শনাক্ত করে শিবপতি। প্রাথমিক তদন্তে জানা যায়, মেয়েটিকে খুন করে কুয়োয় ফেলে দেওয়া হয়েছিল। এরপরই খুনের মামলা দায়ের করে তদন্ত শুরু করে পুলিশ। ৩০ অক্টোবর শিবপতিকে গ্রেপ্তার করা হয়।
শিবপতিকে জেরা করতেই খুনের বিষয়টি স্বীকার করে নেয় সে। এই ঘটনায় তাকে তার পুত্রবধূ সাহায্য করেছিল বলেও জেরায় জানায়। পুলিশ জানিয়েছে, ঘটনার পর থেকে শিবপতির পুত্রবধূ পলাতক। আরও এক নাবালিকা মেয়ে নিখোঁজ। তার খোঁজ শুরু করেছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে গত ২ অক্টোবর। উত্তরপ্রদেশের কৌশম্বি জেলায়। ধৃত মহিলার নাম শিবপতি। কৌশম্বি জেলার তেজবাপুর গ্রামের বাসিন্দা সে। গত ১৪ অক্টোবর মানঝানপুর থানায় গিয়ে শিবপতি মেয়ের অপহরণের অভিযোগে দায়ের করে। পুলিশকে জানায়, ২ অক্টোবর তার মেয়ে মাঠে কাজ করতে গিয়েছিল। তারপর থেকে আর বাড়িতে ফেরেনি। এই অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে তদন্ত শুরু করে পুলিশ।
গত ২৬ অক্টোবর তদন্ত চলাকালীন গ্রামবাসীরা পুলিশকে জানায়, তেজবাপুর গ্রামের পাশের এক মাঠের ধারে একটি কুয়োয় এক কিশোরীর মৃতদেহ দেখতে পাওয়া গেছে। সেই দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ। দেহটি শনাক্ত করে শিবপতি। প্রাথমিক তদন্তে জানা যায়, মেয়েটিকে খুন করে কুয়োয় ফেলে দেওয়া হয়েছিল। এরপরই খুনের মামলা দায়ের করে তদন্ত শুরু করে পুলিশ। ৩০ অক্টোবর শিবপতিকে গ্রেপ্তার করা হয়।
শিবপতিকে জেরা করতেই খুনের বিষয়টি স্বীকার করে নেয় সে। এই ঘটনায় তাকে তার পুত্রবধূ সাহায্য করেছিল বলেও জেরায় জানায়। পুলিশ জানিয়েছে, ঘটনার পর থেকে শিবপতির পুত্রবধূ পলাতক। আরও এক নাবালিকা মেয়ে নিখোঁজ। তার খোঁজ শুরু করেছে পুলিশ।
