আজকাল ওয়েবডেস্ক: রাতের শহর মেয়েদের জন্য আদৌ নিরাপদ? দেশজুড়ে সাম্প্রতিক একাধিক ঘটনা এই প্রশ্ন বারবার তুলেছে। মেয়েদের নিরাপত্তা যখন প্রশ্নের মুখে, রাতে পুলিশ আদৌ কতটা সক্রিয় থাকে, মহিলাদের জন্য হেল্পলাইন নম্বর কাজ করে কি না, যানবাহনে তারা নিরাপদ কি না, তা খতিয়ে দেখতেই সাধারণ পর্যটকের বেশে টহল দিলেন মহিলা পুলিশ আধিকারিক।
মহিলা পুলিশ আধিকারিকের নাম, সুকন্যা শর্মা। তিনি অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার। আগ্রায় মধ্যরাতে একা একাই ঘুরতে বেরিয়েছিলেন সুকন্যা। পরনে পুলিশের পোশাক ছিল না। বরং কালো রঙের ট্রাউজার, আর সাদা রঙের শার্ট। কখনও শুনশান রাস্তায় একা দাঁড়িয়ে, কখনও বা অটোয় একা একাই ঘুরে বেরিয়েছেন। মাঝরাতে রাস্তায় দাঁড়িয়ে ফোন করেছে ১১২ হেল্পলাইন নম্বরেও।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ৩৩ বছর বয়সি মহিলা পুলিশ আধিকারিক আগ্রা রেল স্টেশনের বাইরে একা দাঁড়িয়ে থানায় ফোন করে সাহায্য চেয়েছেন। জানিয়েছেন, রাতের বেলা ফোন করার পর পুলিশ সাহায্যের জন্য এগিয়েও এসেছেন। এমনকী এমার্জেন্সি হেল্পলাইন নম্বরেও ফোন করেছিলেন। রাতে এমার্জেন্সি নম্বরে ফোন করেও দেখছিলেন, কেউ আদৌ ফোনে যোগাযোগ করেন কি না। দেখা গিয়েছে, হেল্পলাইন নম্বরে ফোন করেও সাড়া পেয়েছেন তিনি।
আগ্রায় একা একা অটোতেও ঘুরে বেরিয়েছেন তিনি। রাতের বেলায় অটো পাওয়া যায় কি না, তা মেয়েদের জন্য নিরাপদ কি না, তাও অটোচালকের থেকে জানতে চান তিনি। পর্যটকের বেশে সবটাই যে তিনি খতিয়ে দেখেছেন, তা কেউই টের পাননি। রাতের শহরে ঘুরে যেভাবে তিনি দায়িত্ব পালন করেছেন, তাতেই অবাক হয়ে গেছেন সকলে।
