আজকাল ওয়েবডেস্ক: নববর্ষের আনন্দের রাতেই মুম্বইয়ে চাঞ্চল্য ছড়াল এক ভয়াবহ ঘটনায়। ৩১ ডিসেম্বর গভীর রাতে ২৫ বছর বয়সি এক বিবাহিত মহিলা তাঁর ৪৪ বছর বয়সি বিবাহিত প্রেমিককে ‘নিউ ইয়ার মিষ্টি’ দেওয়ার অজুহাতে বাড়িতে ডেকে এনে তাঁর গোপনাঙ্গে ছুরি দিয়ে নৃশংসভাবে আঘাত করেছেন বলে অভিযোগ। গুরুতর জখম অবস্থায় ওই ব্যক্তিকে বর্তমানে সায়ন হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয়েছে। অভিযুক্ত মহিলা ঘটনার পর থেকেই পলাতক।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত ও আহত ব্যক্তি আত্মীয় ভুক্তভোগীর বোনের শ্যালিকা তিনি। তাঁদের মধ্যে গত ছয় থেকে সাত বছর ধরে অবৈধ সম্পর্ক চলছিল বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে। অভিযোগ, মহিলা দীর্ঘদিন ধরেই ওই ব্যক্তিকে তাঁর স্ত্রীকে ছেড়ে দিয়ে তাঁকে বিয়ে করার জন্য চাপ দিচ্ছিলেন। এই বিষয়টি নিয়ে দু’জনের মধ্যে প্রায়ই তীব্র ঝগড়া হতো। মানসিক চাপে পড়ে গত নভেম্বর মাসে ওই ব্যক্তি বিহারে চলে যান। তবে সেখান থেকেও ফোন করে তাঁকে হুমকি দেওয়া হচ্ছিল বলে পুলিশের দাবি।
১৯ ডিসেম্বর মুম্বইয়ে ফিরে এসে তিনি অভিযুক্ত মহিলার সঙ্গে যোগাযোগ সম্পূর্ণ এড়িয়ে চলতে শুরু করেন। এতে ক্ষুব্ধ হয়ে ওঠেন ওই মহিলা, এমনটাই তদন্তকারীদের অনুমান। ৩১ ডিসেম্বর রাত আনুমানিক ১টা ৩০ মিনিট নাগাদ ওই মহিলা তাঁকে ফোন করে বাড়িতে ডেকে পাঠান। বলা হয়, নববর্ষ উপলক্ষে মিষ্টি দেওয়া হবে। সেই সময় বাড়িতে অভিযুক্তের সন্তানরা ঘুমিয়ে ছিল।
অভিযোগ অনুযায়ী, বাড়িতে পৌঁছনোর পর অভিযুক্ত মহিলা প্রথমে তাঁকে প্যান্ট খুলতে বলেন। এরপর রান্নাঘর থেকে একটি সবজি কাটার ছুরি এনে আচমকাই তাঁর গোপনাঙ্গে আঘাত করেন। এতে অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হয় এবং তিনি গুরুতরভাবে আহত হন। প্রবল যন্ত্রণা সত্ত্বেও কোনওরকমে বাড়ি ফিরে যান তিনি। সেখান থেকে তাঁর ছেলেরা ও বন্ধুরা তাঁকে প্রথমে ভিএন দেশাই হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে সায়ন হাসপাতালে স্থানান্তর করা হয়।
চিকিৎসকদের মতে, আঘাত অত্যন্ত গভীর এবং অস্ত্রোপচারের প্রয়োজন হতে পারে। বর্তমানে তাঁর অবস্থা আশঙ্কাজনক হলেও স্থিতিশীল বলে জানা গিয়েছে।
এই ঘটনায় পুলিশ ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা রুজু করেছে। অভিযুক্ত মহিলা ঘটনার পর থেকেই পলাতক। তাঁর সম্ভাব্য অবস্থান চিহ্নিত করতে বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হচ্ছে। পুলিশ জানিয়েছে, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চলছে এবং অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে।
