আজকাল ওয়েবডেস্ক: কম্বলে জড়ানো দেহ। প্লাস্টিকের ব্যাগ খুলতেই উদ্ধার তরুণীর পচাগলা দেহ। পচা দুর্গন্ধ পেতেই শোরগোল এলাকায়। অজ্ঞাত পরিচয়ের তরুণীর দেহ উদ্ধারের ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে শহরে।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে রাজস্থানের জয়পুরে। পুলিশ জানিয়েছে, মঙ্গলবার সকালে শাস্ত্রী নগর এলাকায় একটি বাড়ির পিছন থেকে এক তরুণীর দেহ উদ্ধার হয়েছে। প্লাস্টিকের ব্যাগে ছিল তরুণীর দেহ। অজ্ঞাত পরিচয়ের ওই তরুণীর মুখে আঘাতের একাধিক চিহ্ন ছিল। যা দেখেই পুলিশের অনুমান, তরুণীকে খুন করা হয়েছে।
পুলিশ আরও জানিয়েছে, পরশুরাম পার্কের কাছে সুভাষ কলোনি এলাকার এক তিনতলা বাড়িতে ঘটনাটি ঘটেছে। ওই বাড়ির মালিক প্রথমে প্লাস্টিকের ব্যাগটি দেখতে পেয়েছিলেন। তিনি ধারণা ছিল, ব্যাগটি ভাড়াটের। তিনি জানান, প্লাস্টিকের ব্যাগ থেকে পচা দুর্গন্ধ বের হচ্ছিল।
ঘটনাস্থলে পৌঁছেই পুলিশ আধিকারিক বজরং সিং জানিয়েছেন, প্লাস্টিকের ব্যাগ থেকেই পচা দুর্গন্ধ বের হচ্ছিল। সেটি খুলতেই তরুণীর দেহ উদ্ধার করা হয়েছে। ওই বাড়ির একতলায় বাড়ির মালিক থাকেন। উপরের দু'টি ফ্লোরে ভাড়াটেরা থাকেন। তরুণীর মৃতদেহ কম্বলের মধ্যে জড়ানো ছিল। তারপর দু'টি প্লাস্টিকের মধ্যে ভরা ছিল দেহটি। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে নমুনা সংগ্রহ করেছে ফরেন্সিক টিম।
এমনকী ডগ স্কোয়াড ঘটনাস্থলে পৌঁছয়। ডগ স্কোয়াডের টিমের তথ্য অনুযায়ী এক যুবককে আটক করেছে পুলিশ। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, খুনটি অন্যত্র করা হয়েছিল। দেহটি টেনে হিঁচড়ে বাড়ির পিছনে আনা হয়েছিল। তরুণীর পরিচয় জানার চেষ্টা চলছে। খুনের নেপথ্যে কী কারণ, তাও খতিয়ে দেখছে পুলিশ।
প্রসঙ্গত, গত জুন মাসে আরেকটি নৃশংস ঘটনা ঘটেছিল। রাস্তার একধারে কয়েক দিন ধরেই পড়েছিল ট্রলি ব্যাগটি। প্রথমে কেউই বিশেষ গুরুত্ব দেননি। কিন্তু দিন কয়েক পরেই ওই রাস্তা দিয়ে আর চলাফেরা করতে পারছিলেন না পথচারীরা। নাকে বোঁটকা গন্ধ আসতেই, ওই এলাকায় যেন টেকা দায় হয়ে গিয়েছিল। অবশেষে ছুটে এল পুলিশ। ট্রলি ব্যাগ খুলতেই শিউরে উঠলেন সকলে। সেই ব্যাগ থেকে উদ্ধার এক মহিলার পচাগলা দেহ।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে হায়দরাবাদের বাচুপল্লিতে। পুলিশ জানিয়েছে, বুধবার ট্রলি ব্যাগ থেকে এক মহিলার পচাগলা দেহ উদ্ধার করা হয়েছে। দীর্ঘদিন ধরেই ব্যাগটি পড়েছিল রাস্তার ধারে। দুর্গন্ধ পেয়েই সকলে থানায় খবর পাঠান স্থানীয়রা। স্থানীয়রাই জানিয়েছেন, ব্যাগটি ১০ থেকে ১৫ দিন ধরে ওই এলাকায় পড়েছিল।
পুলিশ আরও জানিয়েছে, মহিলার নাম, পরিচয় জানা যায়নি। তবে অনুমান, তাঁর বয়স ২৫ থেকে ৩৫ বছরের মধ্যে। কোথাও খুন করে, ট্রলি ব্যাগে দেহ ভরে, এই এলাকায় ঝোঁপের মধ্যে ফেলে রেখে কেউ বা কারা পালিয়ে যায়। দেহটি অধিকাংশই পচে গেছে। সেটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
গত দুই সপ্তাহে বা তার আগের সময়ের নিখোঁজ ডায়েরিগুলি খতিয়ে দেখছে স্থানীয় থানা। বাচুপল্লি থানায় মামলা রুজু করে তদন্ত চালাচ্ছে পুলিশ। কীভাবে খুন করা হয়েছে, এখনও তা জানা যায়নি।
