আজকাল ওয়েবডেস্ক: দুর্গন্ধে টেঁকা দায়। জঙ্গলের ভিতর পড়ে থাকা একটি স্যুটকেসের চারধারে তখন মাছি ভন ভন করছে।। সন্দেহ হওয়ায় পুলিশে খবর দেয় স্থানীয়রা। স্যুটকেসে খুলতেই তাজ্জব সকলে। ভেতর থেকে উদ্ধার হয় এক যুবতীর পচাগলা দেহ!
শুক্রবার ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের পিলাখুয়াতে দিল্লি-লখনউ হাইওয়ের পাশে জঙ্গলে। তবে মৃতার পরিচয় এখনও জানা যায়নি। গোটা ঘটনাটিকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, যুবতীকে বেশ কয়েকদিন আগে খুন করে স্যুটকেসে ভরে দেওয়া হয়। তারপর জঙ্গলে ফেলে দেওয়া হয়। দেহটিকে পোকা ধরে গিয়েছে। যুবতীর নাম, বয়স এবং তিনি কোথাকার বাসিন্দা তা জানার চেষ্টা করছে তদন্তকারী আধিকারিকরা। দেহটি উদ্ধার করে ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
পুলিশের উচ্চপদস্থ এক আধিকারিক ভিনিত ভাটনগর বলেছেন, "যুবতীর মুখে এবং গলায় আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, তাঁকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট আসার পরই মৃত্যুর আসল কারণ জানা যাবে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু হয়েছে। খতিয়ে দেখা হচ্ছে আশপাশের সিসিটিভি ফুটেজ।"
