আজকাল ওয়েবডেস্ক: জলাওয়ার জেলার বকানি শহরে একটি পারিবারিক বিবাদ চরমে উঠলে রেগে আগুন হয়ে এক মহিলা তাঁর স্বামীর জিভের একটি অংশ কামড়ে কেটে ফেলে বলে অভিযোগ উঠেছে। শনিবার এই ঘটনার পর রাভিনা সাইন (২৩)-এর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ১১৫(২) এবং ১১৮(২) ধারায় মামলা দায়ের করা হয়েছে।

স্থানীয় পুলিশের সহকারী উপ-পরিদর্শক ব্রিজরাজ সিং জানিয়েছেন, বকানি শহরের কানহাইয়ালাল সাইন (২৫) এবং সুনেল গ্রামের রাভিনা সাইন প্রায় দেড় বছর আগে বিয়ে করেছিলেন। কিন্তু তাঁদের সম্পর্কের মধ্যে মতবিরোধ ছিল এবং প্রায়ই ঝগড়া বাধত।

বৃহস্পতিবার রাতে তাঁদের মধ্যে তুমুল বিবাদ শুরু হয়। পারিবারিক সূত্রে জানা গেছে, ক্রোধে ফেটে পড়ে রাভিনা কানহাইয়ালালের জিভের একটি অংশ কামড়ে ফেলে দেন। কানহাইয়ালালকে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখান থেকে তাঁকে জলাওয়ার মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। সেখানে তাঁর চিকিৎসা চলছে।

ডাক্তাররা জানিয়েছেন, জিভটি আবার সেলাই করা সম্ভব বলে পরিবারকে জানানো হয়েছে। ঘটনার পর রাভিনা নিজেকে একটি ঘরে আটকে রেখে কাস্তে দিয়ে নিজের কব্জি কাটার চেষ্টা করেছিলেন, তবে পরিবারের লোকজন তাঁকে এই পদক্ষেপ থেকে বিরত করেন। কানহাইয়ালালের ভাইয়ের অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, বর্তমানে চিকিৎসাধীন কানহাইয়ালালের বক্তব্য এখনও রেকর্ড করা হয়নি।