আজকাল ওয়েবডেস্ক: দিদির বিয়েতে হুল্লোড় করতে করতেই ঘটল বিপত্তি। নাচ করার সময় আচমকা মঞ্চে লুটিয়ে পড়েন বোন। সকলে ভেবেছিলেন, হয়তো পা ফসকে তিনি পড়ে গেছেন। কিছুক্ষণেই সকলে বুঝতে পারেন, তিনি আর সাড়া দিচ্ছেন না। মঞ্চে লুটিয়ে পড়ার কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয়েছে ২৩ বছরের তরুণীর। 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশে। তরুণীর নাম, পরিণীতা জৈন। তিনি আদতে ইন্দোরের বাসিন্দা। দিন কয়েক আগেই বিদিশায় তুতো দিদির বিয়ের অনুষ্ঠানে এসেছিলেন। পরিণীতা এমবিএ-তে স্নাতক ছিলেন। শনিবার বিয়ের অনুষ্ঠানে পরিবারের সঙ্গে যোগ দিয়েছিলেন। 

পরিবার সূত্রে জানা গেছে, সেদিন 'হলদি'র অনুষ্ঠান ছিল। জনপ্রিয় হিন্দি গানের সঙ্গে মঞ্চে নাচ করছিলেন পরিণীতা। আচমকা মঞ্চে ঠাস করে পড়ে যান। সঙ্গে সঙ্গে ছুটে আসেন আত্মীয়রা। পরিবারের একজন সদস্য চিকিৎসক ছিলেন। তিনি প্রথমে সিপিআর দেওয়ার চেষ্টা করেন। তাতে পরিণীতা কোনও সাড়া দেননি। 

তড়িঘড়ি করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। সেখানে চিকিৎসকরা পরিণীতাকে মৃত বলে ঘোষণা করেন। হৃদরোগে আক্রান্ত হয়ে তরুণীর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। তাঁর মৃত্যুতে শোকের ছায়া পরিবারে। জানা গিয়েছে, ১২ বছর বয়সে তার ভাইও হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছিল।