আজকাল ওয়েবডেস্ক: হাতে গোনা আর কয়েকটা দিন। তারপরই উদ্বোধন হবে রাম মন্দির। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উদ্বোধন করবেন রাম মন্দিরের। ইতিমধ্যেই বিরোধী দলের বহু নেতা-নেত্রীকে আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এবং সোনিয়া গান্ধীকেও আমন্ত্রণ পাঠানো হয়েছে। তবে গোটা দেশ তাকিয়ে রয়েছে এই দুজনের উপস্থিতি নিয়ে। যদিও কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়েছে সঠিক সময়ই সকলে সিদ্ধান্ত জানতে পারবেন। কংগ্রেসের সাংবাদিক বৈঠকে বিষয়টি অতি সাবধানে এড়িয়ে গিয়েছে কংগ্রেস নেতা জয়রাম রমেশ। তিনি বলেন, কংগ্রেসের এখন প্রধান টার্গেট ভারত জোড়ো ন্যায় যাত্রা। লোকসভা ভোট সামনেই। রাম মন্দির উদ্বোধনে এই দুজন যাবেন কিনা তা সঠিক সময়ে জানিয়ে দেওয়া হবে। মল্লিকার্জুন খাড়গে, সোনিয়া গান্ধীর পাশাপাশি সেদিনের অনুষ্ঠানে কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরীকেও আমন্ত্রণ জানিয়েছে বিজেপি। প্রসঙ্গত, রাম মন্দিরকে ঘিরে এখন উত্তরপ্রদেশে সাজো সাজো রব। মন্দির নির্মাণের কাজও প্রায় শেষের দিকে।
