আজকাল ওয়েবডেস্ক: ১লা ফেব্রুয়ারি মাসের প্রথম শনিবার। সাধারণত মাসের প্রথম শনিবার ব্য়াঙ্ক খোলা থাকে। কিন্তু ওই দিন রয়েছে তৃতীয় মোদি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট। ফলে সেই দিন কী ব্যাঙ্ক খোলা থাকবে? দ্বিধাগ্রস্ত গ্রাহকরা।
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বছরভর ব্যাঙ্কের ছুটির যে তালিকা প্রকাশ করেছে। সেই তালিকা মোতাবেক ২৮ দিনের ফেব্রুয়ারি মাসে মাসের দ্বিতীয়-চতুর্থ শনিবার ও চারটি রবিবার ছাড়াও ৮ দিন বাড়তি ছুটি রয়েছে। তবে তা সব রাজ্য বা শহরের জন্য কার্যকর নয়। সেই অনুসারে, ১লা ফেব্রুয়ারি, শনিবার সরকারি ও বেসরকারি সব ব্যাঙ্ক খোলা থাকবে। নিয়মিত কাজই হবে। চালু থাকবে অনলাইন পরিষেবাও।
ফেব্রুয়ারি মাসে ব্যাঙ্কের ছুটির তালিকা-
- ৩ ফেব্রুয়ারি, ২০২৫ (সোমবার): সরস্বতী পুজো উপলক্ষে আগরতলায় ব্যাঙ্ক বন্ধ থাকবে।
- ১১ ফেব্রুয়ারি, ২০২৫ (মঙ্গলবার): থাই পৌষের কারণে চেন্নাইতে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
- ১২ ফেব্রুয়ারি, ২০২৫ (বুধবার): গুরু রবিদাস জয়ন্তী উপলক্ষে সিমলায় ব্যাঙ্ক বন্ধ থাকবে।
- ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ (বুধবার): ছত্রপতি শিবাজি মহারাজ জয়ন্তী উপলক্ষে বেলাপুর, নাগপুর এবং মুম্বইতে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
- ২০ ফেব্রুয়ারি, ২০২৫ (বৃহস্পতিবার): রাজ্য দিবস উপলক্ষে আইজল এবং ইটানগরে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
- ২৬ ফেব্রুয়ারি, ২০২৫ (বুধবার): মহাশিবরাত্রি উপলক্ষে আহমেদাবাদ, আইজল, বেলাপুর, বেঙ্গালুরু, ভোপাল, ভুবনেশ্বর, চণ্ডীগড়, দেরাদুন, হায়দ্রাবাদ (অন্ধ্রপ্রদেশ), হায়দ্রাবাদ (তেলেঙ্গানা), জয়পুর, জম্মু, কানপুর, কোচি, লখনউ, মুম্বাই, নাগপুর, রায়পুর, রাঁচি, শিমলা, শ্রীনগর এবং তিরুবনন্তপুরমে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
- ২৮ ফেব্রুয়ারি, ২০২৫ (শুক্রবার): গ্যাংটক অঞ্চলে লোসার উপলক্ষে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
 
 ব্যাঙ্কের সাপ্তাহিত ছুটির দিন-
- রবিবার, ২ ফেব্রুয়ারি: সাপ্তাহিক ছুটি।
- শনিবার-রবিবার, ৮ ও ৯ ফেব্রুয়ারি: দ্বিতীয় শনিবার এবং সাপ্তাহিক ছুটি।
- রবিবার, ১৬ ফেব্রুয়ারি: সাপ্তাহিক ছুটি।
- শনিবার-রবিবার, ২২ ও ২৩ ফেব্রুয়ারি: চতুর্থ শনিবার এবং সাপ্তাহিক ছুটি।
