আজকাল ওয়েবডেস্ক: অন্যের ঘরে কাজ করে দিন গুজরান। সাতসকালে কাজে যাওয়ার জন্যই বেরোচ্ছিলেন। তাড়ায় ছিলেন। তখনই যৌনমিলনের দাবি করেন স্বামী। স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, স্ত্রী যৌনমিলনে রাজি না হতেই, স্ত্রীকে পুড়িয়ে মারার চেষ্টা করেন ব্যক্তি, অভিযোগ তেমনটাই।
ঘটনাস্থল চেম্বুর। ৩৮ বছরের এক যুবতীকে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ উঠেছে তাঁর ৪৬ বছর বয়সী স্বামীর বিরুদ্ধে। স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, হাসপাতালে চিকিৎসাধীন ওই যুবতী পুলিশকে জানিয়েছেন, ঘটনাটি ঘটে শুক্রবার সকালে। অন্যান্য দিনের মতোই তিনি কাজে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিলেন। তখনই যৌনমিলনের দাবি করেন স্বামী। যুবতী সাত সকালে তাড়ার মাঝে স্বামীর আবদার মেটাতে রাজি না হওয়ায় শুরু হয় তর্ক।
স্বামী তাঁকে অকথ্য ভাষায় গালাগালি করেন, চরিত্র নিয়েও প্রশ্ন তোলেন বলে অভিযোগ। অভিযোগ, তর্ক-বিতর্কের মাঝেই যুবতী গায়ে কেরোসিন তেল ঢেলে নিজেকে শেষ করে দেওয়ার কথা বলেন। তখন পরিস্থিতি সামাল দেওয়ার বদলে স্বামী রান্নাঘরের গ্যাস থেকে এক টুকরো কাগজে আগুন ধরিয়ে তা ছুঁড়ে দেন স্ত্রীর গায়ের দিকে। মুহূর্তে জ্বলে ওঠে আগুন।
সূত্রের খবর, যুবতীর বুক, পেট এবং হাত-পা ঝলসে গিয়েছে। তৎক্ষণাৎ তাঁকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিকভাবে যুবতীর অবস্থা ছিল আশঙ্কাজনক। পরে কিছুটা সুস্থ হওয়ায়, পুলিশকে স্বামীর কৃতকর্ম সম্পর্কে জানান বলে জানা গিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে।
