আজকাল ওয়েবডেস্ক: এক অর্থে অদ্ভূত, অন্য দিক থেকে বিচার করলে গবীর উদ্বেগের। রাস্তা দিয়ে বাইক চালিয়ে চলেছেন এক আরোহী। তাঁকে দেখেই তাজ্জব সকলে। হেলমেটের দিকে তাকালেই চমকে উঠছেন বেশিরভাগ পথচলতি জনতা। ইতিমধ্যেই সেই বাইক আরোহী সোশাল মিডিয়ায় ভাইরাল। হেলমেটের উপর সাধারণত ছোট ক্যামেরা লাগিয়ে থাকেন ভ্লগাররা। সেদৃশ্যের সঙ্গে পরিচিত প্রায় সকলেই। কিন্তু, এই বাইক চালকের হেলমেটে লাগানো হরয়েছে সিসি ক্যামেরা। সেই ক্যামেরা আবার ৩৬০ ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরে! হেলমেটে সিসি ক্যামেরা লাগিয়েই বাইক চালান ইন্দোরের হীরা নগর থানা এলাকার গৌরী নগরের এই বাসিন্দা।

এই বাইক চালক সোশাল মিডিয়ায় "হেলমেট ম্যান" নামে পরিচিত। কিন্তু কেন এমন পদক্ষেপ? বাইক চালকের কথায়, আন্দের জন্য নয়, বরং গভীর উদ্বেগ থেকে তাঁর এই পদক্ষেপ। 

ওই বাইক চালক অভিযোগ করেছেন যে, সম্পত্তি সংক্রান্ত বিরোধের কারণে পরিবার-সহ তাঁকে তাদের প্রতিবেশী হেনস্তার করেছেন। এমনকি প্রাণনাশের হুঁশিয়ারিও দিয়েছেন। অভিযুক্ত তিন প্রতিবেশী সতীশ চৌহান, বলিরাম চৌহান এবং মুন্না চৌহানের বিরুদ্ধেপুলিশে অভিযোগও জানানো হয়েছে। স্থানীয় পুলিশের কাছে একাধিকবার অভিযোগ দায়ের করার পরেও মেলেনি সুনির্দিষ্ট কোনও সুরাহা। অভিযুক্তদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা করা হয়নি। এতেই উদ্বিগীন 'হেলমেট ম্যান'।

তিনি বলেছেন, "আমরা সুরক্ষার জন্য আবেদন করেছি। যখন কিছুই ঘটেনি, হবে না বলেই বুঝতে পারছি তখন হেলমেটে ক্যামেরকা লাগানোর কথা ভেবেছি। আমি যেখানেই যাই সবকিছু রেকর্ড করার সিদ্ধান্ত নিয়েছি। এই হেলমেট ক্যামেরাটি কোনও কৌশল নয় - এটি আমার ঢাল।" 

?ref_src=twsrc%5Etfw">July 13, 2025

লোকটির হেলমেট-ক্যামেরা সেটআপ এখন ভাইরাল হয়ে গিয়েছে। সোশাল মিডিয়ায় ব্যাপক ব্যাপক আকর্ষণের কেন্দ্রবিন্দুকে পরিণত হয়েছে। ক্যামেরা ওয়ালা কালো হেলমেট পরে ওই বাইক চালককে পাড়ার মধ্য দিয়ে বাইক চালাতে বা হেঁটে ঘোরাঘুরি করতে দেখা যাচ্ছে। নেটিজেনরা যা নিয়ে মজা এবং ক্ষোভ উগরে দিয়েছেন। 

কিন্তু এই অদ্ভুত ঘটনার পিছনে লুকিয়ে আছে নিরাপত্তাহীনতা এবং প্রাতিষ্ঠানিক ব্যর্থতার গভীর অনুভূতি। 'হেলমেট ম্যান'-এর কথায়, "যদি আমার বা আমার পরিবারের কিছু ঘটে, অন্তত ভিডিও প্রমাণ থাকবে।" কথা বলার সময়ে তাঁর কণ্ঠস্বরে ভয় এবং হতাশা উভয়ই প্রতিফলিত হচ্ছিল।

আরও পড়ুন-  ঢোক গিললেন শাহবাজ শরিফ! ভারতের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র প্রয়োগ নিয়ে বড় স্বীকারোক্তি পাক প্রধানমন্ত্রীর

পুলিশ আধিকারিকরা নিশ্চিত করেছেন যে, ওই বাইক চালকের পরিবারের মধ্যে বিরোধ চলছে। যা ইতিমধ্যেই শারীরিক সংঘর্ষে পরিণত হয়েছে। একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা বলেছেন, "আমরা সব পক্ষগুলির মধ্যে মধ্যস্থতা করার চেষ্টা করেছি। মামলাটি পর্যালোচনা করা হচ্ছে এবং নতুন কোনও তথ্য পেলে তা বিবেচনা করা হবে।"

সূত্রের খবর, বাইক চালক তাঁর বাড়ির বাইরে একটি সিসিটিভি ক্যামেরা লাগানোর পর উত্তেজনা আরও বেড়ে যায়। তাঁকে হেনস্তায় অভিযুক্ত একজন প্রতিবেশীর অভিযোগ, ওই সিটি ক্যামেরায় বাথরুমে স্নান করার দৃশ্য ফুটে উঠেছিল। তার পরই নতুন করে ক্ষোভের সৃষ্টি করেছে।