আজকাল ওয়েবডেস্ক: ভারতীয় রেল বিশ্বের বৃহত্তম রেল নেটওয়ার্কগুলির মধ্যে অন্যতম। দেশের অর্থনৈতিক উন্নয়নে রেলের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। প্রতিদিন লক্ষ লক্ষ যাত্রী ট্রেনে যাতায়াত করেন। শুধু তাই নয়, রেলের মাধ্যমে এক জায়গা থেকে অন্য জায়গায় প্রয়োজনীয় জিনিসপত্রও পরিবহণ করা হয়ে থাকে। রেল দেশের লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থানের একটি গুরুত্বপূর্ণ উৎস।
নজর করলে দেখা যাবে যে, বেশিরভাগ যাত্রীই রাতে ট্রেনে ভ্রমণ করতে পছন্দ করেন। কারণ যাত্রীদের অধিকাংশই ভ্রমণের বেশিরভাগ সময় ঘুমিয়ে কাটাতে পছন্দ করেন। কিন্তু, লক্ষ্যণীয় যে ট্রেন দিনের তুলনায় রাতে দ্রুত চলে? এটা সত্য যে, ভারতে ট্রেনগুলি রাতে বেশি গতিতে চলে। এর নেপথ্যে বেশ কয়েকটি কারণ রয়েছে।
- রাতের দিকে জোড়ে ট্রেন চলার প্রধান কারণ হল, রাতে ট্রেনগুলি কম সিগন্যাল পায়। ফলে রেল স্টেশন বা বাইরের এলাকায় ঘন ঘন থামার প্রয়োজন হয় না।
দিনের বেলায়, স্থানীয় যাত্রীদের জন্য প্রতিটি স্টেশনে ট্রেনগুলি বেশি ঘন ঘন থামে, অন্যদিকে রাতের বেলায় ট্রেনগুলি ছোট স্টেশন এড়িয়ে যায়।
- যাত্রী, মালবাহী এবং শাটল ট্রেনের সংখ্যা বেশি হওয়ার কারণে দিনের বেলায় ট্রেন পরিষেবা বিঘ্ন হয়। তবে, রাতের বেলায় সেই চাপ থাকে না। ফলে রক্ষণাবেক্ষণ কম হয় এবং বাধাও কম পায়। ফলে ট্রেনের গতি বাড়ে।
- রাতের বেলায় কম তাপমাত্রায় ট্র্যাকের ঘর্ষণ কম হয়, যা ট্রেনগুলিকে দ্রুত এবং মসৃণভাবে চলতে সাহায্য করে।
- রাতের বেলায়, রেলওয়ে ট্র্যাকে মানুষ এবং প্রাণীদের এসে পড়ায় ভয় থাকে না। তাই ট্রেগুলি সর্বোচ্চ গতিতে চলতে পারে।
