আজকাল ওয়েবডেস্ক: আগামী বুধ ও বৃহস্পতিবার (১৮ এবং ১৯ ডিসেম্বর) ব্যাঙ্কে গুরুত্বপূর্ণ কাজ রয়েছে? কিন্তু রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (আরবিআই) ছুটির তালিকায় লাল দাগ দেখাচ্ছে? ভাবছেন এবার কী হবে? কেন ছুটি? আসলে ব্যাঙ্কের ছুটি রাজ্য ভেদে ভিন্ন ভিন্ন। আরবিআই ক্যালেন্ডারে জাতীয় ছুটির দিন, বিশেষ ইভেন্ট এবং প্রতি মাসের দ্বিতীয় এবং চতুর্থ শনিবার স্বাভাবিক ছুটি বলে অন্তর্ভুক্ত থাকে।
১৮ এবং ১৯ ডিসেম্বর সত্যিই ব্যাঙ্ক ছুটি। তবে পশ্চিবঙ্গের ক্ষেত্রে সেই ছুটি গ্রাহ্য নয়। ১৮ ডিসেম্বর মেঘালয়ে ব্যাঙ্ক বন্ধ থাকবে। আর পর দিন বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর গোয়াতে ব্য়াঙ্কের ছুটি।
কেন ১৮ তারিখ ব্যাঙ্ক ছুটি?
মেঘালয় রাজ্যের অন্যতম কবি ইউ সোসো। ওই দিন তাঁর মৃত্যুবার্ষিকী। তাঁর সম্মানার্থেই ১৮ ডিসেম্বর ওই রাজ্যে ব্যাঙ্কের কাজ বন্ধ থাকবে। কবি ইউ সোসো স্থানীয় ভাষায় নতুন শব্দভান্ডারের সঙ্গেই ধর্মনিরপেক্ষ সাহিত্য প্রবর্তনের জন্য পরিচিত, যা মূলত ইংরেজি শৈলী দ্বারা প্রভাবিত ছিল। ১৮ ডিসেম্বর মেঘালয়ে সরকারি ছুটির দিন। যার অর্থ সে রাজ্যে সমস্ত সরকারি দফতর বন্ধ থাকবে। তবে অন্যান্য রাজ্যের ব্যাঙ্কগুলি খোলা থাকবে।
কেন ১৯ তারিখ ব্যাঙ্ক ছুটি?
সেই দিন গোয়াতে, বিশেষ করে রাজধানী পানাজিতে ব্যাঙ্ক ছুটি থাকবে৷ ওই দিন 'গোয়া মুক্তি দিবস' হিসাবে পালন করা হয়ে থাকে।১৯৬১ সালে ওই দিনেই ভারতীয় বাহিনী একদা পর্তুগিজ-শাসিত গোয়ার নিয়ন্ত্রণ নিয়েছিল ও এই অঞ্চলে ব্রিটিশ শাসনের অবসান ঘটায়।
