আজকাল ওয়েবডেস্ক: ভারতে প্রায় ৮০৬টি জেলা রয়েছে এবং প্রতিটি জেলার নিজস্ব স্বতন্ত্র বৈশিষ্ট্য রয়েছে। প্রতিটি জেলারই বিশেষ কিছুর জন্য পরিচিত এবং প্রায়শই বিভিন্ন কারণে খবরের শিরোনামে থাকে। কিন্তু আপনি কি জানেন ভারতের সবচেয়ে ধনী জেলা কোনটি? ভারতের সবচেয়ে ধনী জেলা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে, বেশিরভাগ মানুষই উত্তরে মহারাষ্ট্রের মুম্বই বলে থাকেন। মুম্বই কিন্তু আসলে দেশের সবচেয়ে ধনী জেলা নয়।

রাজস্থানের জয়পুর ভারতের সবচেয়ে ধনী জেলার খেতাব ধারণ করে রেখেঠে। জয়পুর শহরটি ‘গোলাপী শহর’ নামেও পরিচিত। এটি ভারতের অন্যতম বিখ্যাত পর্যটন কেন্দ্র। প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটক এই শহর পরিদর্শন করতে আসেন।

নীতি আয়োগের রিপোর্ট অনুযায়ী, জয়পুর কেবল রাজস্থানের মধ্যেই নয়, সমগ্র ভারতেই সবচেয়ে কম দারিদ্র্যের হার এই জেলাতেই। যার ফলে এই রাজ্য অর্থনৈতিকভাবে সবচেয়ে সমৃদ্ধ। পর্যটনই এই জেলার অর্থনীতির মূল ভিত্তি।

বিদ্যাধর ভট্টাচার্য এই শহরটির পরিকল্পনা করেন। জয়পুর ভারতের প্রথম পরিকল্পিত শহর হওয়ার গৌরব অর্জন করেছে। প্রাচীন ঐতিহ্য এবং বর্তমানের সংমিশ্রণ সব রয়েছে জয়পুরে।