আজকাল ওয়েবডেস্ক : প্রবল শীতে কাঁপছে গোটা কাশ্মীর। এ বছরেও সোনামারগে শীত আসার সঙ্গে সঙ্গে পরিস্থিতি আরও কঠিন হয়ে পড়ে। ২০ ডিসেম্বরের পশ্চিমী ঝড় সোনামারগে প্রবাহিত হতে চলেছে এবং ২২ ডিসেম্বরের মধ্যে সেখানকার পাহাড়ে প্রবল তুষারপাত হতে পারে। 

 

 তুষারপাতের সঙ্গে প্রচণ্ড শীতও পড়বে। ফলে সে সময় তাপমাত্রা আরও নিচে চলে যাবে। কাশ্মীরের অন্যান্য অঞ্চলে তীব্র শীতের কারণে অনেকেই ঘর থেকে বেরোতে পারছেন না। গ্রামের ছোট্ট শিশুরা , স্কুলে যেতে পারছে না। বিশেষ করে ২২ ডিসেম্বরের আগে দিন দিন তাপমাত্রা আরও কমে যাচ্ছে ।

 

 

তুষারপাত এতটাই প্রবল হবে যে, সোনামারগের কাছে থাকা রাস্তা বন্ধ হয়ে যাবে । এই পরিস্থিতিতে গ্রামের মানুষদের জন্য তীব্র শীত সহ্য করা কঠিন হয়ে যাবে ।

 

২২ ডিসেম্বরের দিন, সোনামারগের আকাশে তুষারপাত আরও বাড়বে , এবং তাপমাত্রা আরও নিচে নেমে যাবে । গোটা কাশ্মীর জুড়ে এখন তাপমাত্রা মাইনাস ডিগ্রি রয়েছে। যেখানে নজর যাচ্ছে সেখানে তাপমাত্রা রয়েছে মাইনাস হয়ে। কোথাও ৪ আবার কোথাও ৭ ডিগ্রি রয়েছে। গোটা কাশ্মীর এখন শীতে কাঁপছে।