আজকাল ওয়েবডেস্ক: রবিবার রাজ্য থেকে বিদায় নিয়েছে বর্ষা। তবে বিদায়ের ঘণ্টা বাজলেও, পুরোপুরি বৃষ্টির বিদায় হয়নি বঙ্গে। হাওয়া অফিস তেমনটাই জানাচ্ছে। চলতি সপ্তাহেও বৃষ্টিতে ভিজবে রাজ্যের একাধিক জেলা। ভারি বৃষ্টির সম্ভাবনা না থাকলেও, মঙ্গলবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা। অর্থাৎ কলকাতার কার্নিভালের দিনেই বৃষ্টি হবে শহরে।
হাওয়া অফিস জানাচ্ছে, সোমবার আবহাওয়া শুষ্ক থাকলেও, মঙ্গলবার অর্থাৎ কলকাতায় দুর্গাপুজোর কার্নিভালের দিন মহানগর সহ দক্ষিণবঙ্গের বেশকিছু জেলায় হালকা থেকে মাঝারি, বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। তবে শুধু মঙ্গলবার নয়, একটানা বৃষ্টি হতে পারে সপ্তাহ জুড়ে। অর্থাৎ দুর্গাপুজোর মতো লক্ষ্মীপুজোতেও ভিজবে গোটা বাংলা।
আবহাওয়া দপ্তর জানাচ্ছে, মঙ্গলবার দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হতে পারে নিম্নচাপ। তার পরোক্ষ প্রভাবে মঙ্গলবার থেকে বাতাসে বাড়বে জলীয় বাষ্পের পরিমাণ। স্থানীয় ভাবে আকাশ মেঘলা, এবং বৃষ্টির সম্ভাবনা বাড়াবে তা। তবে বৃষ্টি হতে পারে অতি অল্প। কলকাতা, হাওড়া, উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রামের নানা জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা।
হাওয়া অফিসের মতে, বঙ্গ থেকে বর্ষা বিদায় নিলেও, দেশ থেকে বিদায় নেয়নি এখনও। আগামি দু’ দিনে দেশ থেকে বর্ষা বিদায় নিলেও, তার মাঝেই ভারি থেকে অতিভারি বৃষ্টির সম্ভাবনা তামিলনাডু পন্ডিচেরি এলাকায়। ভারি বৃষ্টির সম্ভাবনা করাইকাল কেরল মাহে রায়লসীমা অন্ধ্রপ্রদেশ ও ইয়ানামে।দক্ষিণ ভারতে উত্তর-পূর্ব মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টি চলবে। উত্তর-পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব ক্রমশ বাড়তে থাকবে।
