আজকাল ওয়েবডেস্ক: কার্তিক পুর্নিমার পর ফের বদলে যেতে চলেছে আবহাওয়া। ধীরে ধীরে কমছে তাপমাত্রার পারদ। রাতের দিকে ঘন কুয়াশা সেই তাপমাত্রাকে আরও কমের দিকে নিয়ে গিয়েছে। রাজধানী দিল্লি এমনিতেই বায়ুদূষণের গ্রাসে রয়েছে। ফলে এই বায়ুদূষণের জেরে ফের বৃষ্টির খেলা শুরু হবে। দিল্লি ছাড়াও শীতের আমেজ শুরু হতে চলেছে উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, হরিয়ানাতে।
অন্যদিকে দক্ষিণ ভারতে উল্টো চিত্র ধরা পড়েছে। আইএমডি-র মতে দেশের বিভিন্ন প্রান্তে ফের ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী তিনদিনের মধ্যে একটি পশ্চিমী ঝঞ্জা তৈরি হতে চলেছে। এরফলে কিছুটা প্রভাবিত হবে জম্মু-কাশ্মীর, লাদাখের তুষারপাত। তবে সেখানে শীত কমবে না। হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডে ভারী বৃষ্টি এবং তুষারপাত হবে বলেই সতর্কবার্তা দিয়েছে আইএমডি।
তামিলনাড়ু, কেরালা এবং কর্নাটকের বিস্তীর্ণ অংশে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাত হবে। অন্যদিকে অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি মহারাষ্ট্র এবং গুজরাটেও বৃষ্টি হবে। দেশের বিভিন্ন অংশে যে শীতের আমেজ লক্ষ্য করা গিয়েছে এই অকালবৃষ্টির ফলে তার দফারফা হবে। যদি বৃষ্টির সঙ্গে তীব্র হাওয়া বয় তাহলে শীত ফের তার পথে বাধা পাবে।
ফলে দেশের বিভিন্ন রাজ্যে শীতের প্রভাব কিছুটা হলেও কমবে। সাধারণত এই সময় বৃষ্টি হয় না। তবে যদি বাতাসের দূষণের পরিমান বাড়ে তবে সেখান থেকে বৃষ্টির দাপট বাড়বে। আর যদি বৃষ্টির দাপট বাড়ে তাহলে বাধাপ্রাপ্ত হবে শীত। এই ধরণের যদি বৃষ্টি হয় তাহলে পশ্চিমবঙ্গেও বাধা পাবে শীত। কালীপুজো, ভাইফোঁটার পর যে শীতের আমেজে মেতেছে রাজ্যবাসী তা থেকে বঞ্চিত হতে হবে সকলকেই।
