আজকাল ওয়েবডেস্ক: মুম্বাইবাসীর জন্য এবার নয়া উদ্যোগ। পরিবহণ ব্যবস্থায় ঘটতে চলেছে বিপুল পরিবর্তন। জল মেট্রোর ঘোষণা করা হল আনুষ্ঠানিকভাবে। মহারাষ্ট্রের মৎস্য ও বন্দরমন্ত্রী নীতেশ রানে কর্মচারীদের তিন মাসের মধ্যে প্রকল্পটির জন্য একটি উন্নয়ন পরিকল্পনা জমা দিতে বলেছেন। সোমবার বিজ্ঞপ্তি জারি করা হয়৷
সম্প্রতি মুম্বইয়ে জল মেট্রো শুরু করার জন্য একটি জরিপ পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছিল কেরালা ভিত্তিক কোচি মেট্রো রেল কর্পোরেশন লিমিটেডের উপর৷ তারা রানের কাছে প্রতিবেদন জমা দেয়। এই প্রকল্প মুম্বাইয়ে একটি বিকল্প পরিবহন ব্যবস্থা তৈরি করবে। যত দ্রুত সম্ভব এর কাজ শুরু করা হবে বলে সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে৷
মুম্বইয়ে বিশেষ করে বান্দ্রা, ওরলি, ভারসোভা, দক্ষিণ মুম্বই এবং নভি মুম্বইয়ে জল পরিবহণের বিশাল সুযোগ রয়েছে। জল মেট্রোর রুট নির্বাচন করার সময় এটি সম্পূর্ণরূপে বিবেচনা করা হবে। রুট নির্বাচনের সঙ্গে সর্বাধিক যাত্রী এবং টিকিটের দামও যথাযথ বিবেচনা করেই ধার্য হবে। মুম্বই শহরের সঙ্গে শহরতলির সংযোগ স্থাপনের জন্য এবং দক্ষিণ মুম্বইকে নভি মুম্বইয়ের সঙ্গে সংযুক্ত করার জন্য জল মেট্রো একটি ভালো বিকল্প।
কোচি মেট্রো রেল কর্পোরেশন মারফত মোট ২৯টি টার্মিনাল নির্মাণের কথা উল্লেখ করা হয়েছে। ১০টি রুটও নির্বাচন করা হয়েছে। প্রকল্পের জন্য ধার্য আনুমানিক ২৫০০ কোটি টাকা।
