আজকাল ওয়েবডেস্ক: যেকোনও কাজে যদি অফিসের বস পাশে থাকে তাহলে তো সোনায় সোহাগা। সেখানে কাজের পরিবেশ থেকে শুরু করে কর্মীদের কাজ করার উৎসাহ বহুমাত্রায় বেড়ে যায়। এমনই একটি ঘটনার উদাহরণ হয়ে রইল বেঙ্গালুরুতে। বেঙ্গালুরুর এক মহিলা একটি ভিডিও শেয়ার করেছে। সেখান থেকেই গোটা বিষয়টি স্পষ্ট হয়েছে।
ঐশ্বর্য নামের এই মহিলা দীর্ঘদিন ধরেই নানা ধরণের সামাজিক মাধ্যমে সক্রিয় ছিলেন। সেখানে সে নানা ধরণের ভিডিও আপলোড করত। এরপর ধীরে ধীরে তার ফলোয়ার বাড়তে থাকে। এবার সেই ফলোয়ারের সংখ্যা হয়ে যায় ২ হাজার।
এই ঘটনার পরই এই মহিলার অফিসের বস তাকে অফিসে অভিনন্দন জানায়। কেক কেটে উদযাপন করা এই বিশেষ সময়টিকে। অফিসের সকলে মিলে সেই কেক খেয়ে তাকে অভিননন্দন জানায়।
এই ভিডিও মহিলা নিজের সামাজিক মাধ্যমে শেয়ার করে। সেখানে তিনি লেখেন, যদি বস এমন উৎসাহ দেয় তাহলে সেখানে আর কিছুই বলার থাকে না। নিজের বসকে সে ধন্যবাদও দিয়েছে। এই কাজ তাকে আগামীদিনে আরও এগিয়ে নিয়ে যাবে।
এরপর কমেন্ট সেকশনে মন্তব্যের ঝড় ওঠে। সেখানে একজন লেখেন, বসের কাজ সকলকে উৎসাহিত করছে। অন্যজন লেখেন, অফিসের পরিবেশ যদি এমন হয় তাহলে কাজের উৎসাহ প্রচুর বাড়ে।
