আজকাল ওয়েবডেস্ক: বেঙ্গালুরুর এক মজার ঘটনা ভাইরাল সোশ্যাল মিডিয়াজুড়ে। বেঙ্গালুরু এমন এক জায়গা যেখানে একটুখানি ঘর খুঁজে পাওয়া দুষ্কর। সেখানে এক ছোট্ট ফ্ল্যাটের পোস্ট করেছেন এক ব্যক্তি। ইনস্টাগ্রামে আপলোড করা হয়েছে সেই ভিডিও। মুহূর্তেই ভাইরাল তা।
সেই ভিডিওতে দেখা যাচ্ছে, এক ইনস্টাগ্রাম ব্যবহারকারী সোশ্যাল মিডিয়াতে একটি ঘরের ছবি ও ভিডিও পোস্ট করেছেন। ঘরটির মাসিক ভাড়া প্রায় ২৫ হাজার টাকা। ভিডিওয় দেখা গেছে, ওই লোকটি একই সঙ্গে দুই দিকের দেওয়াল ছুঁয়ে দাঁড়িয়ে রয়েছেন। বারান্দাটি এতটাই ছোট যে সেটা একজন ব্যক্তির পক্ষে ঢোকার জন্য যথেষ্ট নয়।
এরপর সে মজা করে বলেন, এত ছোটো ঘরের সুবিধা হল জিনিসপত্র কিনতে হবে না, ফলে টাকা বাঁচবে। এর একটা বড় সুবিধে হল এত ছোট জায়গা একজন বান্ধবীর পিছনে টাকা খরচ করা থেকেও বাঁচাবে। কারণ এখানে শুধু একজনই থাকতে পারবে। বান্ধবী আসার কোনও ঝামেলাই নেই।
ভিডিওটি প্রকাশ্যে আসার পর তীব্র বিতর্কের জন্ম দিয়েছে। অনেকেরই ক্ষোভ জন্মেছে বাড়িওয়ালারা কীভাবে ছোট এবং সংকীর্ণ জায়গার জন্য এত বেশি ভাড়া আদায় করছেন। আবার কেউ কেউ অ্যাপার্টমেন্টের ছোট আকার নিয়ে মজা করে বলেছেন তাদের বারান্দা এবং ড্রয়িং রুমগুলো পুরো অ্যাপার্টমেন্টের চেয়ে বড়।
অন্য আরেকজনের মন্তব্য, এটা মিনিমালিস্ট লাইফস্টাইল। আরেক নেটিজন হিন্দিতে মন্তব্য করেছেন, মুম্বই ভি সেম হ্যায়, থোরে দিনো বাদ পুণে আইসা হি জায়েগা। অন্য আরেকজনের বক্তব্য, ভাই আমার শৌচালয়ও এই ঘরের চেয়ে বড়। আর একজন মজা করে জানিয়েছেন, এটি আসলে অবিবাহিতদের জন্য স্বর্গ। অপর একজনের কথায় এটা ঘর নাকি বারান্দা তাই এখনও বোঝা যায়নি।
