আজকাল ওয়েবডেস্ক: মদ খেয়ে স্কুলে ঢুকছেন প্রধানশিক্ষক। মদ্যপ অবস্থায় ভারসাম্য রাখতে না পেরে পড়েও গেলেন। কোনও রকমে দেওয়াল ধরে ঢুকে গেলেন স্কুলের ভিতরে। সম্প্রতি এ রকমই একটি ভিডিও ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। জানা গিয়েছে, ভিডিওটি মধ্যপ্রদেশের রেওয়া জেলার জাওয়াহ হাই স্কুলের ঘটনার। মত্ত ওই প্রধানশিক্ষকের নাম মুন্নালাল কোল।
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, সাদা পাজামা-পাঞ্জাবি পরে স্কুলের বাইরে মত্ত অবস্থায় দাঁড়িয়ে রয়েছেন জাওয়া হাইস্কুলের প্রধানশিক্ষক মুন্নালাল। তাঁর অবস্থা এমনই যে ঠিকমতো দাঁড়াতেও পারছেন না। স্কুলে ঢুকতে গিয়ে টলে পড়েও গেলেন তিনি। এর পর আবার উঠে দাঁড়ালেন। এর পর স্কুল ভবনের দেওয়াল ধরে ধরে সাবধানে এগোতে থাকেন। এর পর কোনও মতে ঢুকে যাচ্ছেন স্কুলের ভিতরে।
Rewa Viral Video : विधालय परिसर में शराब के नशे में टल्ली प्रधानाध्यापक का वायरल हुआ वीडियो#Rewa #ViralVideo #Principal #Alcohol #SchoolCampus #News #Controversy #India #Unprofessional #SchoolManagement #Shocking pic.twitter.com/31YBT8PqNI
— Viralchhattisgarh (@viral36garh)Tweet by @viral36garh
প্রধানশিক্ষকের এ হেন কীর্তির কথা সামনে আসতেই স্কুলে পৌঁছন পরিদর্শক। তাঁর সঙ্গেও তর্কে জড়িয়ে পড়েন মুন্নালাল। মুন্নালালের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে পারে মধ্যপ্রদেশের শিক্ষা দফতর।
মুন্নালালকে এর আগেও একাধিক বার মত্ত অবস্থায় স্কুলে ঢুকতে দেখা গিয়েছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, স্থানীয়দের অভিযোগ, তিনি প্রায়ই মদ খেয়ে স্কুলে আসেন। এক বার বরখাস্তও করা হয়েছিল। পরে ক্ষমা চেয়ে কাজে যোগ দেন। ফের একই কাণ্ড ঘটালেন মুন্নালাল।
