আজকাল ওয়েবডেস্ক: ক্লাসঘরে বসে রয়েছে পড়ুয়ারা। রয়েছেন শিক্ষিকা। কিন্তু, সেখানে পঠনপাঠন নয়, হচ্ছে অন্যকিছু! ক্লাসঘরের দরজার ফাঁক থেকে কেই একটি ভিডিও তুলে তা পোস্ট করেছিল সোশাল মিডিয়ায়। এরপরই শোরগোল পড়ে গিয়েছে। প্রশ্নের মুখে সরকারি স্কুলে লেখাপড়ারর বাস্তব অবস্থা।
ঘটনাটি উত্তরপ্রদেশের বুলান্দশহরের খুরজা ব্লকের মুন্ডাখেদা প্রাথমিক বিদ্যালয়ের। এটি একটি সরকারি স্কুল। ভয়ানক এই ঘটনাটি ঘটেছিল গত ১৯ জুলাই।
ভাইরাল ভিডিও-তে দেখা যাচ্ছে যে, একজন শিক্ষিকা পড়ুয়াদের সামনে তাঁর নিজের চেয়ারে বসেছেন। কিন্তু, হাতে বই বা চক-ডাস্টারের বদলে ধরেছেন মাথায় মাখার তেলের বোতল। সেকান থেকেই তিনি নিজের মাথায় তেল ঢালছেন। তারপর সেটি চুলে লাগাচ্ছেন! ঐর এ সবের সময়ে ক্লাসঘরে শিক্ষিকার ফোনে বাজছে পুরনো দিনের বলিউডের হিন্দি গান 'সাওয়ান কি ঘাটা ছাই' এবং 'দিওয়ানা হুয়া বাদল'।
Today's Education System of Our Bharat :
— Alok Singh (@AlokSinghSays)
In a primary school located in Mundakheda, in the Khurja Khurja area of Bulandshahr ( #UttarPradesh), a #teacher peacefully getting her hair massaged by a student during class while listening to classical songs on a speaker. pic.twitter.com/9Yj3kUdLk3Tweet by @AlokSinghSays
শিক্ষিকার এ হেন আচরণ বাইরাল হতেই শোরগোল পড়ে যায়। জেলার বুনিয়াদিস্তরের শিক্ষা কর্মকর্তা, লক্ষ্মীকান্ত পাণ্ডে নিশ্চিত করেছেন যে, অভিযুক্ত শিক্ষিকাকে সঙ্গে সঙ্গেই বরখাস্ত করা হয়েছে। লক্ষ্মীকান্তের কথায়, “একটি আদেশ জারি করা হয়েছে, এবং ঘটনাটির তদন্ত চলছে।”
আরও পড়ুন- রোজগেরে হলে বিবাহবিচ্ছেদের পরে স্ত্রীর ভরণপোষণ পাওয়ার অধিকার আছে: বম্বে হাইকোর্ট
স্থানীয় সূত্রে খবর, ওই শিক্ষিকার বিরুদ্ধে আগেও অভিযোগ উঠেছিল। দু’জন অভিভাবক তাঁর বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ জানিয়েছিলেন। তাঁদের দাবি, সে সময় শিক্ষিকা তাঁদের সঙ্গে খারাপ ব্যবহার করেছিলেন, এমনকি লাঠিপেটাও করেন। ভাইরাল হওয়া অন্য একটি ভিডিওতেও সেই লাঠিপেটার দৃশ্য ধরা পড়েছে।
