আজকাল ওয়েবডেস্ক: দলের মহিলা কর্মীর সঙ্গে দলীয় দপ্তরে অশ্লীল আচরণের অভিযোগ উঠল উত্তরপ্রদেশের গোণ্ডার বিজেপি নেতা অমর কিশোর কাশ্যপের বিরুদ্ধে। ইতিমধ্যেই সেই ভিডিও ভাইরাল হয়েছে। অস্বস্তি বেড়েছে বিজেপির। শেষমেষ দলের তরফে কিশোর কাশ্যপকে নোটিস পাঠানো হয়েছে।

ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে যে, উত্তরপ্রদেশের গোণ্ডার বিজেপি নেতা অমর কিশোর কাশ্যপ এক মহিলার সঙ্গে ঘনিষ্ঠ হয়েছেন। দলীয় দপ্তরের অন্দরে একটি করিডোরে অশ্লীল করেছেন তিনি। এই ভিডিওটি গত ১২ এপ্রিলের। 

এই ভিডিও দেখেই ছিছিক্কার শুরু হয়েছে স্থানীয় বিজেপি নেতৃত্বর মধ্যেই। ভিডিওটিকে 'লজ্জাজনক' বলে আক্রমণ করেছেন গেরুয়া শিবিরের অনেকে। সেই প্রেক্ষিতে নেতৃত্বের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়। তারপরই নোটিস পাঠানো হয়েছে ওই নেতাকে। 

 

?ref_src=twsrc%5Etfw">May 26, 2025

বিষয়টি নিয়ে উত্তরপ্রদেশ বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক গোবিন্দনারায়ণ শুক্লর বক্তব্য, অমর কিশোরকে আগামী সাত দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। তিনি যা করেছেন তা চরম লজ্জাজনক এবং তাতে দলের ভাবমূর্তি নষ্ট হয়েছে।

তবে তাঁর বিরুদ্ধে ওটা অভিযোগ অস্বীকার করেছেন কাশ্যপ। তাঁর দাবি, বিজেপি কর্মী ওই মহিলা অসুস্থ বোধ করছিলেন এবং তাঁকে ধরেছিলেন তিনি। কাশ্যপ জোর দিয়ে বলেছেন যে, তাঁকে অপমান করার  লক্ষ্যেই তাঁর বিরোধী গোষ্ঠীর লেকেরা ওই ফুটেজটি ভাইরাল করেছে। ভিডিও-তে দেখা গিয়েছে, সিঁড়ি দিয়ে ওঠার সময়ে করিডোরে ওই মহিলাকে জড়িয়ে ধরছেন অমর।