আজকাল ওয়েবডেস্ক: ছুটিতে বাড়িতে ফিরেছিলেন। তখনই প্রতিবেশী বৌদির সঙ্গে অল্পবিস্তর কথা শুরু হয়েছিল যুবকের। কথা বলতে বলতেই বন্ধুত্ব, তারপর প্রেমের সম্পর্ক। নির্জনতার সুযোগ পেলেই উদ্দাম যৌনতায় মেতে উঠতেন দু'জনে। শেষমেশ জানাজানি হয়ে যায়। মানসিক চাপ সহ্য করতে না পেরে চরম পদক্ষেপ করলেন যুবক। 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে মুম্বইয়ে। যুবক আদতে উত্তরপ্রদেশের উন্নাওয়ের বাসিন্দা ছিলেন। মুম্বইয়ে দর্জির কাজ করতেন। সেখান থেকে টাকা পাঠাতেন পরিবারে। কয়েক মাস আগে মুম্বই থেকে উত্তরপ্রদেশে ফিরেছিলেন। সেসময় প্রতিবেশী বৌদির সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন। যৌনতায় লিপ্ত হন। তারপর আবার মুম্বইয়ে ফিরে যান যুবক। 

তখন থেকেই শুরু অশান্তি। হঠাৎ একদিন প্রতিবেশী বৌদি যুবককে ফোন করে জানান, তিনি অন্তঃসত্ত্বা। পাশাপাশি ২০ হাজার টাকা চান। অনলাইনে তাঁকে টাকা পাঠিয়েও দেন। বিষয়টি এখানেই মেটেনি। যুবতী প্রায়ই ফোন করে হুমকি দিতেন, টাকা চাইতেন। সবসময় দাবি পূরণ করতে না পারায়, বাড়িতেও ফাঁস করে দেওয়ার ভয় দেখাতেন। এভাবেই যুবকের স্ত্রী, পরিবার বিষয়টি জানতে পারেন। 

ফেব্রুয়ারি মাসে ফোনে যুবতীর সঙ্গে তুমুল ঝামেলা হয় যুবকের। বারবার টাকা দেবেন না বলে সাফ জানিয়ে দেন যুবক। যুবতী হুমকি দেন, মিথ্যে মামলায় ফাঁসিয়ে তাঁকে জেলে পাঠিয়ে দেবেন। এর ঠিক পরেরদিনই যুবতীকে ভিডিও কল করেন। তখনই হাতের শিরা কেটে, বিষ খেয়ে আত্মঘাতী হন তিনি। এই ঘটনায় পুলিশ এখনো পর্যন্ত অভিযুক্ত যুবতীর বিরুদ্ধে কোনও পদক্ষেপ করেনি।