আজকাল ওয়েবডেস্ক: শাড়ি কিনে দেননি স্বামী। আর তাতেই সমস্যা। স্বামীকে সোজা পুলিশ স্টেশনে নিয়ে গেলেন স্ত্রী। আবার সব শেষে সমসয়ার সমাধান করল সেই শাড়িই।

ঘটনাস্থল উত্তরপ্রদেশ। আগ্রার এক মহিলা স্বামী শাড়ি না কিনে দেওয়ায়, তাঁকে পুলিশ স্টেশনে নিয়ে গিয়েছিলেন। সেখানেও বাদানুবাদ হয় তাঁদের মধ্যে। পরিস্থিতি বুঝে ফ্যামিলি কাউন্সেলিং সেন্টারে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল দম্পতিকে। সেখানে সমাধান দূর, স্ত্রী স্বামীর নামে ‘ডোমেস্টিক অ্যাবিউজ’-এর অভিযোগ করেন।

জানা গিয়েছে, দু’ জনের বিয়ে হয় ২০২২ সালে। তবে নানা কারণে মাঝেমাঝেই তাঁদের মধ্যে বাদানুবাদ চলত। এবার জটিলতা তৈরি হয়, স্ত্রী নতুন শাড়ি চাওয়ার পর। সূত্রের খবর কাউন্সেলিংয়ে গিয়ে স্ত্রী স্বামীর বিরুদ্ধে শারীরিক অত্যাচারের অভিযোগও এনেছেন। স্বামীও স্ত্রীর বিরুদ্ধে মধ্যরাতে ফোনালাপের অভিযোগ এনেছেন।

কাউন্সেলিংয়ে গেলেও জানা যাচ্ছে যে কারনে তাঁদের মধ্যে বিবাদ তৈরি হয়েছিল, মিলনও হয়েছে সেই কারণেই। লম্বা সময় বাক-বিতন্ডার পর স্বামী শাড়ি কিনে দিতে রাজি হয়ে যান। ব্যাস। তাতেই সমাধান সমস্যার। দু’ জনেই খুশি হয়ে আবার একসঙ্গে বাড়িও ফিরে যান বলে জানা গিয়েছে।