আজকাল ওয়েবডেস্ক: উত্তর প্রদেশের মির্জাপুরের ভাতেওড়া গ্রামের কৃষক পরিবারের সন্তান রাজকুমার মিশ্র। বছর পাঁচেক আগে কম্পিউটার সায়েন্সে বিটেক পাশ করে এমটেন পড়তে গিয়েছিলেন লন্ডন। এরপর সেখানেই থেকে যান। শুরু করেন চাকরি। গ্রহণ করেন ব্রিটেনের নাগরিকত্ব। ধীরে ধীরে সেখানকার স্থানীয় রাজনীতির প্রতি আকর্ষণ জন্মায় তাঁর। যোগ দেন লেবার পার্টিতে।
রাজকুমার থাকেন লন্ডনের বেলিংবেরি শহরে। সেখানেই সক্রিয় রাজনীতি করেন তিনি। দুই মাস আগে লেবার পার্টিতে যোগ দিয়ে স্থানীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাও করেন।
গত ৩ এপ্রিল, রাজকুমার মিশ্র কাউন্সিলর নির্বাচিত হন। এর মাত্র এক সপ্তাহ পরে, ১২ এপ্রিল তিনি বেলিংবেরি শহরের মেয়র হিসেবে মনোনীত হন এবং শপথ গ্রহণ করেন।
লন্ডন থেকে একটি ভিডিও বার্তায়, তিনি এই খুশির খবরটি নিশ্চিত করেন এবং নির্বাচনে জন্য আনন্দ প্রকাশ করেন।
গ্রামের ছেলে রাজকুমারের এই সাফল্যে বাধভাঙা উচ্ছ্বাস মির্জাপুরে। চলছে উৎসব। গর্বিত ভাতেওড়া গ্রামের মিশ্র পরিবার। তাঁরা বলছেন, রাজকুমারের একটি ছোট গ্রাম থেকে বিদেশে একটি সাংবিধানিক পদে অধিষ্ঠিত হওয়ার যাত্রা সত্যিই অনুপ্রেরণাদায়ক।
স্থানীয় কৃষক মুন্না লাল মিশ্রের পরিবারের নয় ভাইবোনের মধ্যে রাজকুমার ষষ্ঠ। তিনি ব্রিটেনে যাওয়ার আগে চণ্ডীগড় থেকে বিটেক ডিগ্রি অর্জন করেন। তাঁর ভাই সুশীল কুমার মিশ্র জানান, রাজকুমার ব্রিটিশ নাগরিকত্ব পেয়ে স্থায়ীভাবে সেখানে বসবাসের সিদ্ধান্ত নিয়েছেন।
রাজকুমারের কৃষক বাবা বলেন, "আমার ছেলে উচ্চশিক্ষার জন্য সেখানে গিয়েছিল। এখন আমরা খবর পেয়েছি যে, সে মেয়র নির্বাচিত হয়েছেন। এটি একটি গর্বের মুহূর্ত।"
রাজকুমার প্রতাপগড়ের অভিষিক্তা মিশ্রকে বিয়ে করেছেন। তিনিও পেশায় একজন ইঞ্জিনিয়ার। এই দম্পতির দুই সন্তান।
শপথ গ্রহণের পর নিজের সংক্ষিপ্ত বিবৃতিতে রাজকুমার বলেন, "আমি মূলত মির্জাপুরের ভাতেওড়ার বাসিন্দা। মেয়র নির্বাচিত হওয়া অত্যন্ত গর্ব এবং আনন্দের মুহূর্ত।"
