আজকাল ওয়েবডেস্ক : ভারতের নাগরিকের কাছে আধার কার্ড একটি অতি দরকারি কার্ড। এর সঙ্গে সব দরকারি সুবিধা লুকিয়ে রয়েছে। তবে আপনি কী জানেন আধার কার্ডের মধ্যে এমন একটি অপশন রয়েছে যেটি ব্যবহার করে আপনি যেকোনো ভ্রমণ বা হোটেলে নিজের বুকিং করতে পারেন। তার জন্য আপনার আধার নম্বর দিতে হবে না।
দেশবাসীকে এই কারণে মাস্কড আধার কার্ডের সুবিধা দেয় ইউনিক আইডেন্টিফিকেশন অফ ইন্ডিয়া। আধারের গোপনীয়তা বজায় রাখতেই এই সুবিধা দেওয়া হয়। একটি মাস্কড আধারে নাম, ফটোগ্রাফ এবং কিউ আর কোড দেখা গেলেও কার্ড নম্বর পুরো দেওয়া থাকে না। যার ফলে হোটেলে গেলে এই মাস্কড আধার দিতে পারেন আপনি। সেই ক্ষেত্রে কার্ড নম্বরের গোপনীয়তা বজায় থাকবে।
এই ব্যবস্থা আপনার গোপনীয়তা রক্ষা করে। এটি আপনার আধার নম্বরের অপব্যবহার হতে বাধা দেয়।এটি বেশিরভাগ সংস্থা গ্রহণ করে। আপনার যদি আপনার আধার নম্বর শেয়ার করার প্রয়োজন হয়, তাহলে আপনি আপনার পুরো নম্বরের পরিবর্তে মাস্কড আধার দিতে পারবেন। যাতে আরও ভাল গোপনীয়তা সুরক্ষা নিশ্চিত করা যায়। আপনার মাস্কড আধার পিডি এফ ফর্ম্যাটে ডাউনলোড করা হবে। আপনি যখনই আপনার আধার নম্বর প্রদান করতে হবে তখনই আপনি এই কার্ডটি প্রিন্ট করতে এবং ব্যবহার করতে পারেন।
