আজকাল ওয়েবডেস্ক:‌ পর্যটকদের যাওয়া নিষিদ্ধ। আন্দামানের সেই নর্থ সেন্টিনাল দ্বীপে পা দিয়েই বিপদে পড়লেন এক মার্কিন নাগরিক। তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।


ওই মার্কিন নাগরিকের নাম মিখাইলো পলিয়াকভ (‌২৪)‌। গত ৩১ মার্চ সিআইডি তাঁকে গ্রেপ্তার করেছে। আদিম জনজাতিদের জন্য সংরক্ষিত ওই নিষিদ্ধ এলাকা নর্থ সেন্টিনাল দ্বীপে একটি বোট নিয়ে চলে গিয়েছিলেন মিখাইলো। তাঁর কাছে বৈধ কোনও অনুমতিপত্র ছিল না। জানা গেছে মার্কিন নাগরিক গত ২৬ মার্চ পোর্ট ব্লেয়ারে আসেন। কুরমা ডেরা বিচ থেকে ২৯ মার্চ রাত একটায় তিনি যাত্রা শুরু করেন। সঙ্গে ছিল নারকেল ও ঠান্ডা পানীয়। পুলিশ জানিয়েছে, আদিম জনজাতিদের খাওয়ানোর জন্য নারকেল ও ঠান্ডা পানীয় নিয়ে গিয়েছিলেন তিনি।


৩০ মার্চ সকাল দশটায় তিনি নর্থ সেন্টিনাল দ্বীপে পৌঁছান। পুলিশ জানিয়েছে, চোখে দুরবীন লাগিয়ে গোটা এলাকা তিনি দেখেছেন। কিন্তু কাউকেই দেখতে পাননি। সমুদ্রতীরে এক ঘণ্টা অপেক্ষা করেছিলেন ওই মার্কিন যুবক। জনজাতিদের মনোযোগ আকর্ষণের জন্য নাকি বাঁশিও বাজান। কিন্তু কোনও সাড়াশব্দ পাননি। 


পুলিশ জানিয়েছে, ৫ মিনিটের জন্য তিনি দ্বীপে গিয়েছিলেন। বালির নমুনা সংগ্রহ করেন। খাবারও সেখানেই রেখে যান। এরপর বোটে ফিরে আসার আগে একটি ভিডিও করেন। 


৩০ মার্চ সন্ধে সাতটা নাগাদ তিনি কুরমা ডেরা বিচে ফিরে আসেন। তখনই নজরে পড়ে যান স্থানীয় মৎস্যজীবীদের। পুলিশ জানিয়েছে, যুবক কেন ওই দ্বীপে গিয়েছিলেন তা জানার চেষ্টা চলছে। কোনও বিশেষ উদ্দেশ্য ছিল কিনা তা যুবককে জেরা করে জানতে চাইছেন তদন্তকারীরা। পোর্ট ব্লেয়ারে যে হোটেলে ওই যুবক উঠেছিলেন, কোথায় কোথায় গিয়েছিলেন সব জানার চেষ্টা করছে পুলিশ। তবে পুলিশ এবিষয়ে নিশ্চিত যথেষ্ট পরিকল্পনা করেই যাত্রা করেছিলেন ওই মার্কিন যুবক। গোটা যাত্রাপথে জিপিএস প্রযুক্তির ব্যবহার করেছিলেন তিনি।


পুলিশ জানিয়েছে ওই যুবক গত অক্টোবরেও একবার আন্দামান এসেছিলেন। পুলিশ ওই যুবকের কাছে থাকা ক্যামেরা সহ অন্যান্য জিনিস বাজেয়াপ্ত করেছে। আপাতত যুবক রয়েছে পুলিশ হেফাজতে।