আজকাল ওয়েবডেস্ক: কোভিড মহামারির আতঙ্ক সদ্য কাটিয়ে উঠেছে ভারত। ধীরে ধীরে ফের সাধারণ জীবনযাপনে ফিরেছে দেশবাসী। এর মধ্যেই নয়া আতঙ্ক দেখা দিল দক্ষিণ ভারতের চেন্নাইতে। সম্প্রতি সেখানে ত্বকের রোগ উর্টিকারিয়ার বাড়বাড়ন্ত দেখা গিয়েছে। সাধারণত, এর রোগে আক্রান্ত হলে ত্বকে লালচে, উঁচু ও চুলকানিযুক্ত দাগ দেখা যায়। পরিসংখ্যান বলছে, গত দুই বছরে তামিলনাড়ুর রাজধানীতে উর্টিকারিয়ার জন্য চর্মরোগ বিশেষজ্ঞদের কাছে পরামর্শ নেওয়ার হার বেড়েছে।

 

বিশেষজ্ঞরা মনে করছেন, মানসিক চাপ, রোগপ্রতিরোধ ক্ষমতার ব্যর্থতা এবং পরিবেশগত কারণ এই রোগের বাড়বাড়ন্তের জন্য দায়ী। বিশেষজ্ঞদের মতে, শহরের আবহাওয়া এবং নগরায়নের সমস্যাগুলির ফলেই এই রোগের বৃদ্ধি হচ্ছে। উর্টিকারিয়া সাধারণত একটি অটোইমিউন রোগ যেটি শরীরের রোগপ্রতিরোধ ব্যবস্থার ক্ষতি করে শরীরকে আক্রমণ করে। এটি ত্বকে লাল, ফুলে ওঠা এবং চুলকানিযুক্ত দাগের আকারে দেখা দেয়। এমন সময়ে এটি ছয় সপ্তাহের কম সময় ধরে থাকে । কিন্তু কিছু ক্ষেত্রে এই রোগের স্থায়িত্ব আরও বেশি হয়। খাওয়াদাওয়া, ওষুধ এবং সূর্যের অতিরিক্ত আলো বা চরম তাপমাত্রায় ঘুরলে দেখা দিতে পারে এই রোগ। তবে ৯০ শতাংশ ক্ষেত্রে এই রোগের আক্রান্ত হওয়ার সঠিক কারণ ধরতে পারেন না চিকিৎসকরা।

 

যা রোগীদের জন্য অতিরিক্ত মানসিক চাপের কারণ হয়ে দাঁড়ায়। সম্প্রতি, চেন্নাইতে ২৭ বছর বয়সী এক যুবক এই রোগে আক্রান্ত হয়েছিলেন। দেখা যায়, উর্টিকারিয়ার পাশাপাশি পেশীর ক্ষতিও হয়েছে তাঁর শরীরে। নিয়মিত জিম করতেন ওই যুবক। একদিন জিম শুরুর ৩০ মিনিটের মধ্যেই তাঁর ত্বকে চুলকানিযুক্ত দাগ দেখা যায় এবং চিকিৎসার প্রয়োজন হয়। অনেকেই এই রোগকে খাটো চোখে দেখেন। কিন্তু এটি চেন্নাইবাসীর দৈনন্দিন জীবনে উল্লেখযোগ্য প্রভাব ফেলছে। রোগের কারণ ও লক্ষণ দ্রুত শনাক্ত এবং সঠিক চিকিৎসা শুরু করলে রোগটি নিয়ন্ত্রণে রাখা সম্ভব বলেই জানাচ্ছেন বিশেষজ্ঞরা।