আজকাল ওয়েবডেস্ক: শনিবার বিপত্তি হল অনলাইন পেমেন্টের ক্ষেত্রে। ইউপিআই সার্ভিস ডাউন হয়ে গেল। ফলে দেশের হাজার হাজার গ্রাহক অনলাইন পেমেন্ট করতে গিয়ে আটকে গেলেন।


যে খবর পাওয়া গিয়েছে তা থেকে জানা গিয়েছে শনিবার দুপুর থেকেই ইউপিআই সার্ভিস ডাউন হয়েছে। ফলে বড় টাকার ট্রান্সফার তো বটেই ছোটোখাটো ট্রাম্সফারগুলিও ডাউন হয়ে গিয়েছে। 


বর্তমানে দেশের বিভিন্ন প্রান্তে ইউপিআই সার্ভিসের উপর নির্ভর করেন অনেকেই। দেশজুড়ে ডিজিটাল পেমেন্ট যে এরফলে অনেকটাই প্রভাবিত হবে সেকথা বলার অপেক্ষা রাখে না। ফলে নিজের ঘর হোক বা বাইরে সর্বত্রই কেউ অনলাইনে টাকা ট্রাম্সফার করতে পারছেন না। 


জানা গিয়েছে টেকনিক্যাল কারণেই এই অনলাইন পেমেন্ট করা যাচ্ছে না। এর আগে ২৬ মার্চ একই ঘটনা হয়েছিল। সেবারেও আটকে গিয়েছিল অনলাইন পেমেন্ট। গোটা দেশে যেভাবে বহু মানুষ অনলাইনে লেনদেন করে থাকেন তাতে ইউপিআই নিজের আলাদা জায়গা করে নিয়েছে। তবে এবার ফের একবার সেই একই ঘটনা ঘটল। 


এবারেও অনলাইন পেমেন্টে যাদের সাহায্যে করা হয় যেমন গুগুল পেন, ফোন পে, পেটিএম সবই বন্ধ হয়ে গিয়েছে। পাশাপাশি বিভিন্ন ব্যাঙ্কের অপারেশনের কাজও এরফলে আটকে গিয়েছে। এবিষয়ে ইতিমধ্যে রিপোর্ট দেওয়া হয়েছে এসবিআই এবং গুগুল পে-র পক্ষ থেকে।

  


শনিবার দুপুরের দিকে হঠাৎ করেই গ্রাহকরা তাদের অনলাইন পেমেন্ট করতে পারছিলে না। এরপরই জানা যায় ইউপিআই পেমেন্ট আটকে গিয়েছে। সেখানে টাকা ট্রান্সফার করতে গিয়ে সমস্যায় পড়ে যান পথচলতি বহু মানুষ। তাদের মধ্যে যাদের কাছে নগদ টাকা ছিল তারা সেখান থেকে টাকা মিটিয়ে দেন।

 

তবে যাদের কাছে সেটা ছিল না তারা সমস্যায় পড়ে যান। তারা এবার কীভাবে নিজেদের পেমেন্ট দেবেন তা নিয়ে চিন্তায় পড়ে যান।
তবে এই পরিস্থিতি বেশক্ষণ ধরে থাকবে না বলে জানা গিয়েছে। দ্রুত নেটওয়ার্কের কাজ চলছে। হয়ে গেলে সেখান থেকে ফের একবার স্বাভাবিক হবে পরিষেবা। তবে তার আগে গ্রাহকদের সাময়িক ভোগান্তি চলছেই।