আজকাল ওয়েবডেস্ক: ডিজিটাল পেমেন্টকে অন্যদিকে নিয়ে গিয়েছে ইউপিআই পেমেন্ট। ছোটো ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষ সকলেই একে ব্যবহার করে অনলাইনে পেমেন্ট করে থাকেন। তবে এবার এই পেমেন্টকে নতুন মাত্রা দিল ইউপিআই।
যদি আপনার একটি ইউপিআই অ্যাকাউন্ট থাকে তাহলে সেটিকে এবার মনের আনন্দে ব্যবহার করতে পারবে আপনার পরিবার বা সন্তান। নতুন এই ফিচার নিয়ে এসেছে ইউপিআই সার্কেল ফিচার। এটি চালু করা হয়েছে ভীম অ্যাপে।
এই ইউপিআই সার্কেল থেকে যার নামে অ্যাকাউন্ট থাকবে সেটি তিনি অতি সহজেই নিজের কাছের বিশ্বস্ত মানুষদের সঙ্গে সেটি শেয়ার করতে পারবেন। সেই তালিকায় তার অভিভাবকরা থাকতে পারে, সন্তানরা থাকতে পারে, পরিবারের অন্য কোনও সদস্য থাকতে পারে।
এখানেই শেষ নয়, যদি আপনার পরিবারের কেউ কোনও পেমেন্ট করতে যান তাহলে একেবারে শেষবেলায় এসে সেখানেও আপনার অনুমতি লাগবে। এর মানে হল আপনার টাকা সুরক্ষিত থাকবে। অন্যদিকে আপনার পরিবার এবং কাছের বন্ধুরা আপনার অ্যাকাউন্টকে ব্যবহার করে নিজেদের কাজ করতে পারেন। তবে গোটা বিষয়টি থাকবে আপনার নজরদারিতে।
ইউপিআই সার্কেল থেকে একজন ব্যক্তি মোট ৫ জনকে নিজের অ্যাকাউন্ট ব্যবহার করার অনুমতি দিতে পারেন। তবে প্রতিটি পেমেন্টের আগে আপনাকে নিজের ইউপিআই পিন দিয়ে সেটিকে কনফার্ম করতে হবে। তবেই সেই পেমেন্ট করা যাবে।
এটি করতে হলে আপনাকে ভীম অ্যাপটি নামাতে হবে। সেখান থেকে ইউপিআই সার্কেল সেকশনে যেতে হবে। এরপর আপনি ৫ জনকে সেখান থেকে যুক্ত করতে পারেন। এরপর অ্যাপ্রুভ এভরি পেমেন্ট করতে হবে। ব্যাস তাহলেই কাজ শেষ।
বহু প্রবীণ ব্যক্তি আজও ডিজিটাল লেনদেন করতে পারেন না। তাদের জন্য এটি একটি বিরাট সুবিধা। অন্যদিকে ছোটো পেমেন্টের ক্ষেত্রেও আপনার বাড়ির স্কুল বা কলেজের পড়ুয়ারা সেখান থেকে পেমেন্ট করতে পারবে। সমস্তটাই আপনার নজরদারিতে হবে। এখানেই শেষ নয়, যদি আপনি মনে করেন তাহলে একটি নির্দিষ্ট লিমিট বেঁধে দিতে পারেন। সেখানে সেকেন্ডারি ব্যবহারকারীর জন্য আপনি মাসে ১৫ হাজার টাকা পর্যন্ত দিতে পারেন। তারপর সে আর মাসে পেমেন্ট করতে পারবে না। ফলে সেটাও আপনার হাতেই থাকবে।
